Rishi Sunak: ‘অনেক কিছু শেখার আছে’, পরাজয় স্বীকার করে বললেন ঋষি সুনাক

নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক (Rishi Sunak)। তিনি পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলা লেবার পার্টির নেতা কিয়ের স্টরমারকে অভিনন্দন জানিয়েছেন। সুনাক বলেছেন, ‘আজ ব্রিটিশ জনগণ গুরুগম্ভীর রায় দিয়েছে… অনেক কিছু শেখার আছে… আমি এই হারের দায় নিচ্ছি।’ লেবার পার্টির হাতে ক্ষমতা হস্তান্তর নিয়মমাফিক এবং শান্তিপূর্ণ হবে বলে জানিয়েছেন তিনি।

Image

নির্বাচনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান ঋষি সুনাক (Rishi Sunak)। তিনি বলেন, আজকের এই কঠিন রাতে আমি রিচমুন্ড এবং নর্থ অ্যালনের বাসিন্দাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে চাই। আমি যখন এখানে এসেছিলাম আপনারা আমাদের সাদরে গ্রহণ করেছেন। আমি আপনাদের সংসদ সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করতে মুখিয়ে আছি। তিনি আরও বলেন, লেবার পার্টি নির্বাচনে জিতেছে। আমি কিয়ের স্টরমারকে অভিনন্দন জানাতে ফোন করেছিলাম। নিয়মমাফিক এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন বলেও আশ্বস্ত করেন তিনি।

ঋষি সুনাক (Rishi Sunak) বলেন, ব্রিটিশ জনগণ আজ এক গুরুগম্ভীর রায় দিয়েছে। এ থেকে অনেক কিছু শেখার আছে। আমি এই হারের দায় নিচ্ছি। লন্ডনে গিয়ে নির্বাচন সম্পর্কে আরও কথা বলব। প্রধানমন্ত্রীর ক্ষমতা ছেড়ে আবার এখানে ফেরত আসব।

ভারতীয় সময় সকাল সাড়ে ১০ টা পর্যন্ত ৩৯২টি আসনে জয় পেয়েছে লেবার পার্টি। একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ৩২৬টি আসনের প্রয়োজন হয় ব্রিটেনে। অন্যদিকে ভরাডুবি হয়েছে কনজারভেটিভ পার্টির। এই সময়ের মধ্যে তাঁরা পেয়েছে মাত্র ১০২টি আসন।