রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে, দ্রৌপদী শনিবার চার দিনের ওড়িশা সফরে যাচ্ছেন। রবিবার তিনি পুরীতে (Rath Yatra 2024) থাকবেন।
জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ ঘিরে গত কয়েক বছর ধরেই কড়া নিরাপত্তা থাকে পুরীতে। কেউ সহজে রথ ছুঁতে পারেন না। ভিআইপি, মন্ত্রীদের রথ (Rath Yatra 2024) টানার জন্য নির্দিষ্ট নিরাপত্তা শৃঙ্খলের বাইরে সাধারণ ভক্তদের রথ টানার দড়ি ঘিরে বিপুল জনসমাগম প্রশাসনের চিন্তার বিষয়। আপৎকালীন পরিস্থিতিতে অ্যাম্বুল্যান্স চলাচলের ‘গ্রিন করিডর’ রাখা ব্যবস্থা চালু হয়েছে তাই কয়েক বছর আগে।
দ্রৌপদী মুর্মু একদা ওড়িশার রায়রংপুরের বিজেপি বিধায়ক ছিলেন। বিজেডি-বিজেপি জোট সরকারের মন্ত্রী পদেও ছিলেন তিনি। সে সময় প্রায়শই তিনি জগন্নাথদেব দর্শনে যেতেন। ২০২২ সালে রাষ্ট্রপতি হওয়ার পরেও পুরীর মন্দির দর্শনে গিয়েছিলেন দ্রৌপদী। তবে আবহওয়া দপ্তর সূত্রে খবর আগামী কয়েকদিন পুরীতে তীব্র বৃষ্টি হওয়ার সম্ভবনা আছে। বিশেষত আগামী ৭ তারিখ থেকে ওড়িশার বেশ কিছু জেলায় প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে।
একটি সংবাদপত্রে প্রকাশিত খবরের ভিত্তিতে জানা গিয়েছে রাষ্ট্রপতি শনিবার বিকেলে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে তিনি বিজু পট্টানায়েক বিমান বন্দরে অবতরণ করবেন। আগামী চারদিনের তাঁর সফরে রয়েছে এক গুচ্ছ কর্মসূচী।