বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস সহ আরও নানা চাঞ্চল্যকর অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের (TMC Leader) বিরুদ্ধে। উত্তর ব্যারাকপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভদীপ ওরফে প্রসূন সরকার।
তাঁর বিরুদ্ধে অভিযোগ, এক তরুণীর সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করেছেন তিনি। সেই সঙ্গে ওই তরুণীকে হুমকি দিয়ে, জোর করে পুরনো মেসেজ ডিলিটও করিয়েছেন। তরুণীর দাবি, অভিযুক্ত কাউন্সিলর (TMC Leader) প্রভাবশালী হওয়ায় তিনি ভয়ে নোয়াপাড়া থানার পরিবর্তে ব্যারাকপুর মহিলা থানায় অভিযোগ দায়ের করেন।
কাউন্সিলরের বাবা যদিও বলছেন, তাঁর ছেলে নির্দোষ। উল্টে যে যুবতী অভিযোগ করছেন তাঁকেই মানসিক রোগী বলেও দেগে দিয়েছেন। কিন্তু কোথায় গেল ছেলে? তার কোনও উত্তর তাঁর কাছে নেই।
অন্যদিকে অভিযোগকারী যুবতী বলছেন, “ও আগে থেকে আমাকে নোংরা নোংরা মেসেজ পাঠাত। তবে একটা সময়ের পর ওকে আমি মেনে নিই। সম্পর্কেও থাকি। তবে আমি ওর কোনও সম্পর্ক আছে কিনা জানতে চাই। ও বলে কোনও সম্পর্ক নেই। কিন্তু কিছুদিন আগে জানা যায় ওনার তিনটে বিয়ে। কিন্তু, পুুরোটাই আমার কাছে অস্বীকার করেছিল। আমি আড়াই বছর ধরে কিছুই জানতাম না। আমি থানায় অভিযোগ জানিয়েছি। পুলিশ বলছে আমরা দেখছি বিষয়টা।”