হাড়োয়ায় শ্যুটআউট,(Haroa Shootout) গুলিবিদ্ধ ২৮ বছরের তরুণী( housewife) । রক্তাক্ত অবস্থায় উদ্ধারের পর তরুণীকে এসএসকেএমে ভর্তি করা হয়েছে। গতরাতে হাড়োয়া থানার অন্তর্গত মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মোহনপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। গুলির আওয়াজ পেয়ে গ্রামবাসীরা ছুটে আসলে দুষ্কৃতীরা একটি পিস্তল ফেলে এলাকা ছেড়ে পালায় কে বা কারা এই গুলি চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে।
গুলিবিদ্ধ বধূর নাম শম্পা দাস (Haroa Shootout)। তিনি বসিরহাটের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মোহনপুর গ্রামের বাসিন্দা। তাঁর পরিবারের অভিযোগ, শুক্রবার ভোররাতে এক দুষ্কৃতী ওই বধূর বাড়ির জানলা দিয়ে গুলি চালায়। কমপক্ষে ২ রাউন্ড গুলি চালানো হয়। গুলির শব্দে এবং ওই মহিলার চিৎকারে প্রায় সকলেই জেগে যান। পরিস্থিতি বেগতিক বুঝে আগ্নেয়াস্ত্র ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাড়োয়া থানার পুলিশ। মহিলার কোমর এবং পিঠে দুটি গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন ওই বধূ। তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
ওই বধূর পরিবারের তরফে জানা গিয়েছে, শম্পার প্রথম বিয়ে হয়েছিল মিনাখাঁ থানার ধুতুরদহের বাসিন্দা অসিত সর্দারের সঙ্গে। তাঁদের একটি পুত্রসন্তানও রয়েছে। তবে সম্পর্কে তিক্ততা আসায় বিবাহবিচ্ছেদের মামলা হয়। মামলা চলাকালীনই ওই মহিলা আবার বিয়ে করেন। সেই টানাপোড়েনের জেরে প্রথম স্বামী গুলি চালিয়েছে বলেই সন্দেহ। তবে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ। দুষ্কৃতীর খোঁজে চলছে জোর তল্লাশি।