লোকসভা নির্বাচনে রায়গঞ্জ থেকে কৃষ্ণ কল্যাণীকেই প্রার্থী করেছিল তৃণমূল(tmc)। তিনি হেরে গিয়েছেন বিজেপির কার্তিক পালের কাছে। এর পর রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে(by election 2024) আবার তাঁকেই টিকিট দেয় শাসকদল। এ বার তিনি জিতলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে জিতেছিলেন কৃষ্ণ। তবে তখন তাঁর দল ছিল ভিন্ন। তিনি বিজেপির টিকিটে সে বার প্রায় ২১ হাজার ভোটে জিতেছিলেন।
রায়গঞ্জে জিতে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী বলেন, ‘‘সাধারণ মানুষ উন্নয়নের নিরিখে ভোট দিয়েছেন। এটা জনাদেশ। আমি ৫০ হাজারের বেশি ভোটে জিতেছি। মানুষের কাছে আমি কৃতজ্ঞ।’’ রায়গঞ্জের পর বাগদাতেও জিতল তৃণমূল। চলতি বিধানসভায় রাজ্যের সর্বকনিষ্ঠ বিধায়ক হতে চলেছেন মতুয়া পরিবারের সদস্য এবং তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর। তাঁর বয়স ২৫ বছর। ১৩ বছর পর এই কেন্দ্রে ফিরল তৃণমূল। মধুপর্ণার জয়ের ব্যবধান প্রায় ৩৪ বছর। রানাঘাট দক্ষিণেও জিতে গেল তৃণমূল। সরকারি ঘোষণা এখনও হয়নি। তবে গণনার শেষে প্রায় ৩৪ হাজার ভোটে এগিয়ে ছিলেন মুকুটণি অধিকারী। তাঁর জয়ও প্রায় নিশ্চিত।
মুকুটমণি জয়ের পর বলেন, ‘‘বিজেপি মানুষের খবর রাখে না। আমোদে ব্যস্ত। পিছিয়ে পড়া শ্রেণির মানুষের কথা বিজেপি ভাবে না। মানুষ সেটা বুঝে গিয়েছে। তাই আজকের এই ফল।’’ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, উত্তর ২৪ পরগনার বাগদা, নদিয়ার রানাঘাট দক্ষিণ এবং কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে বুধবার। শনিবার তার ফল ঘোষণা। রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণে উপনির্বাচন হয়েছে বিধায়কেরা দলবদল করায়। এই তিন কেন্দ্রে ২০২১ সালে বিজেপি জিতেছিল। মানিকতলায় জিতেছিল তৃণমূল। বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যু হওয়ায় সেখানে আবার ভোট হয়েছে।