ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন ২১ বছরের ক্রিকেট কেরিয়ার থেকে অবসর নেওয়ার পর অনেক তারকা-মহাতারকারা তাকে অভিন্দন জানিয়েছেন। তেমনই একটি বার্তা দিতে গিয়ে ছোট এক ভুল করে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam) হয়েছেন সামাজিকমাধ্যমে হাসির পাত্র!
ইংল্যান্ডের জার্সিতে ধারাবাহিকভাবে পুরো কেরিয়ারজুড়ে সুইংয়ের দারুণ প্রদর্শনী দেখিয়েছেন অ্যান্ডারসন। ফলে প্রায় প্রতিটি অভিনন্দন বার্তায় তার সুইং, ফিটনেস ও অসাধারণ পরিশ্রমের প্রশংসা করছেন সবাই।
It was a privilege to face your swing, Jimmy!
The beautiful game will now miss one of its greatest. Your incredible service to the sport has been nothing short of remarkable. Huge respect for you, GOAT 🫡 pic.twitter.com/fE2NMz4Iey
— Babar Azam (@babarazam258) July 12, 2024
একটি প্রশংসামূলক টুইট বার্তায় পাক অধিনায়ক বাবর (Babar Azam) লেখেন, ‘তোমার কাটারের মুখোমুখি হওয়া দারুণ সৌভাগ্যের, জিমি! ক্রিকেট তার বড় এক তারকাকে মিস করতে চলেছে। খেলায় তোমার অবিশ্বাস্য নিবেদন সুনির্দিষ্ট কোনো বর্ণনায় বলা সম্ভব নয়। অনেক শ্রদ্ধা তোমার জন্য, গোট (সর্বকালের সেরা)।’
Biggest Brand of Pakistan cant even differentiate between cutters and swing 😂😂 pic.twitter.com/woFhlLM9Jr
— Ash (@Ashsay_) July 12, 2024
বাবরের (Babar Azam) পোস্টটি ঠিকঠাকই ছিল, শুধু ‘কাটার’ শব্দটা যত গণ্ডগোলের মূল। যদিও পরে সেই শব্দের বদলে ‘সুইং’ লিখে আরেকটি বার্তা দিয়েছেন এই ২৯ বছর বয়সী তারকা ব্যাটসম্যান। তবে তার ‘কাটার’ শব্দটি নিয়ে তুমুল হাসি-ঠাট্টা ও কৌতুকে মেতেছেন নেটিজেনরা। তাদের কেউ কেউ তো বলছেন, ‘ক্রিকেটের বড় তারকা কাটার ও সুইং শব্দের পার্থক্য বোঝেন না!’