হারারে স্পোর্টিং ক্লাব মাঠের উইকেটে ১৫২ রান, টি-টোয়েন্টি ক্রিকেটে মোটেই বড় টোটাল নয়। জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতের (IND Vs ZIM) মূল দল বা দাদারা না খেললেও ভাইদের জয়টাই প্রত্যাশিত ছিল। সেটাই হয়েছে।
পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারিয়েছে ভারত (IND Vs ZIM)। জিম্বাবুয়ের তোলা ১৫৩ রানের লক্ষ্যে ভারত জিতেছে ২৮ বল হাতে রেখে। ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল ৫৩ বলে অপরাজিত ৯৩ রানের ইনিংস খেলেছেন। তাঁর সঙ্গে ৫৮ রানে অপরাজিত ছিলেন শুবমান গিল। এই জয়ে সিরিজের প্রথম ম্যাচ হারার পরও ১ ম্যাচ হাতে রেখে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল ভারত।
For his opening brilliance of 9⃣3⃣* off just 5⃣3⃣ deliveries, @ybj_19 is named the Player of the Match 👏👏
Scorecard ▶️ https://t.co/AaZlvFY7x7#TeamIndia | #ZIMvIND pic.twitter.com/yqiiMsFAgF
— BCCI (@BCCI) July 13, 2024
ভারতকে ১৫২ রানের নিচে আটকাতে হলে দারুণ কিছু করতে হতো জিম্বাবুয়ের (IND Vs ZIM) বোলারদের। সেটা তারা করতে পারেনি। উল্টো ম্যাচের প্রথম ওভারে রিচার্ড এনগারাবার বলে ১৫ রান তুলে ঝোড়ো-ব্যাটিংয়ের ইঙ্গিত দেন জয়সওয়াল।
এরপর পুরো ম্যাচে চলেছে এমন দাপট। টি-টোয়েন্টি ক্রিকেটে আজ জয়সওয়াল পেয়েছেন নিজের কেরিয়ারের পঞ্চম ফিফটি। তাঁর ১৮ ইনিংসের কেরিয়ারে আছে ১টি সেঞ্চুরিও। এই সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া গিলও পেয়েছেন টানা দ্বিতীয় ফিফটি। টি-টোয়েন্টি ক্রিকেটে এ নিয়ে দ্বিতীয়বার ১০ উইকেটে জিতেছে ভারত। আগেরবারও এই জিম্বাবুয়েকেই ১০ উইকেটে হারিয়েছিল ভারত, সেটা ২০১৬ সালে।
ব্যাট হাতে জিম্বাবুয়ের শুরুটা ভালোই ছিল। দুই ওপেনার ওয়েসলি মাধেভেরে ও তাদিওয়ানাশি মারুমানি গড়েন ৫২ বলে ৬৩ রানের জুটি। মারুমানিকে আউট করে সেই জুটি ভাঙেন স্পিন বোলিং অলরাউন্ডার অভিষেক শর্মা।
4TH T20I. India Won by 10 Wicket(s) https://t.co/AaZlvFYFmF #ZIMvIND
— BCCI (@BCCI) July 13, 2024
এরপর ৯ থেকে ১৫, এই ৭ ওভারে মাত্র ৪০ রান তুলতে পারে জিম্বাবুয়ে (IND Vs ZIM)। উইকেট হারায় ৪টি। এরপরও জিম্বাবুয়ে ১৫২ রানের সংগ্রহ পায় অধিনায়ক সিকান্দার রাজার ২৮ বলে ৪৬ রানের ইনিংসের ভর করে। শেষ ৫ ওভারে জিম্বাবুয়ে তোলে ৫৪ রান।
জিম্বাবুয়ের সংগ্রহটা আরও বড় হতে পারত। তবে ৯ বল বাকি থাকতে তুষার দেশাপান্ডের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শিকার হিসেবে রাজা আউট হলে শেষ ৯ বলে মাত্র ১১ রান তুলতে পারে জিম্বাবুয়ে। ভারতের বাঁহাতি পেসার খলিল আহমেদ ৩২ রানে ২ উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৫২/৭( রাজা ৪৬, মারুমানি ৩২; খলিল ২/৩২, সুন্দর ১/৩২)
ভারত: ১৫.২ ওভারে ১৫৬/০( জয়সওয়াল ৯৩*, গিল ৫৮*; এনগারাবা ০/২৭)
ফল: ভারত ১০ উইকেটে জয়ী।