Homeজেলার খবরBy election: ভোটে জিততেই কুণাল পাঠালেন রসগোল্লার হাঁড়ি! পচা কল্যাণকে দিলেন সওগাত

By election: ভোটে জিততেই কুণাল পাঠালেন রসগোল্লার হাঁড়ি! পচা কল্যাণকে দিলেন সওগাত

Published on

ভোটের বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত বাক্য বিনিময় চলেছে কুণাল ঘোষ(Kunal ghosh) ও মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের ( Kalyan choube) মধ্যে। এমনকী, কুণালকে ‘পচা কল্যাণ’ বলতেও শোনা যায়। তার আবার তীব্র বিরোধিতা করেন বিজেপি প্রার্থী। আজ মানিকতলা কেন্দ্রে তৃণমূল জিততেই(by election )কল্যাণের উদ্দেশ্যে এক হাঁড়ি মিষ্টি(sweet) পাঠালেন কুণাল। শুধু তাই নয়, বিজেপি প্রার্থীর একটি ছবিও শেয়ার করলেন নিজের সোশ্যাল মিডিয়ায়। লিখলেন ‘পিকচার অফ দ্য ডে’।

কুণাল আগেই বলেছিলেন, মানিকতলায় সুপ্তি যত ভোটে জিতবেন, সেই অনুযায়ী কল্যাণকে গুনে গুনে রসগোল্লা পাঠানো হবে। ফলঘোষণার পর দেখা গিয়েছে, সুপ্তি জিতেছেন ৬২ হাজারের কিছু বেশি ভোটে। কুণালেরা ৬৩টি রসগোল্লা পাঠিয়েছেন কল্যাণের বাড়িতে। শুধু কথার কথা নয়। শনিবার বিকালে কুণালের দূতেরা পৌঁছে যান উল্টোডাঙায় কল্যাণের বাসস্থানে। সেটি একটি বহুতল আবাসন। বাইরের কেউ ঢুকতে গেলে সই করার বন্দোবস্ত থাকে। ওই আবাসনের অফিসে যান কুণালের দূতেরা। সেখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মী ফোনে কথা বলে কুণালের দূতদের জানান, কল্যাণের ফ্ল্যাটে কাউকে তখন যেতে দেওয়া যাবে না। ফলে ওই কর্মীর হাতেই ৬৩টি রসগোল্লা সমেত হাঁড়ি তুলে দেন তৃণমূল কর্মীরা। সেটির ভিডিয়োও করা হয়। তবে সেই রসগোল্লা কল্যাণের ঘর পর্যন্ত পৌঁছেছে কি না, তিনি চেখে দেখেছেন কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

সুপ্তি মানিকতলায় প্রার্থী হলেও ভোটের কয়েক দিন আগে থেকেই লড়াইটা কুণাল বনাম কল্যাণে পরিণত হয়েছিল। গত মঙ্গলবার কুণাল একটি অডিয়ো ফাঁস করে দাবি করেন, কল্যাণ তাঁকে ফোন করে প্রস্তাব দিয়েছেন, তিনি যদি বিজেপিকে এই ভোটে ‘সাহায্য’ করেন, তা হলে ক্রীড়াক্ষেত্রে বড় পদ ‘পাইয়ে’ দেবেন। যা কুণালের মতে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পদকে ব্যবহার করে কল্যাণের তাঁকে ‘ঘুষ’ দেওয়ার চেষ্টা। এ নিয়ে ভোটের আগের দিন সরগরম হয়ে ওঠে মানিকতলার রাজনীতি। পাল্টা কল্যাণ সাংবাদিক সম্মেলন করে বিবিধ যুক্তি দিয়েছিলেন। বিজেপি নেতারাও ঘরোয়া আলোচনায় বলতে শুরু করেছিলেন, কল্যাণ রাজনীতির লোক নন বলেই ওই কাণ্ড ঘটিয়েছেন। কুণালের এক ঘনিষ্ঠ নেতা বলেন, ‘‘দাদা গত মঙ্গলবার হাটে হাঁড়ি ভেঙেছিলেন। শনিবার হাঁড়িভর্তি রসগোল্লা পাঠিয়ে দিলেন।’’

Latest News

IND vs AUS: পার্থে টিম ইন্ডিয়ার ঐতিহাসিক জয়, অস্ট্রেলিয়ার অহংকার চূর্ণ করে সিরিজে এগিয়ে গেল ভারত

পার্থ টেস্টে ক্যাঙ্গারুদের ধরাশায়ী হতে দেখল গোটা বিশ্ব। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ৫৩৪...

Dead body: ফের ভোরের শহরে উদ্ধার যুবকের দেহ! সামনেই পড়ে আছে বিধ্বস্ত স্কুটার

ফের শহরের বুকে দেহ (Dead Body) উদ্ধার। এবার ইএম বাসপাশে রুবি মোড়ের কাছে এক...

Gaganyaan Mission: গগনযান মিশনে সুখবর! মার্চেই হবে উৎক্ষেপণ, বিজ্ঞানীরা সমুদ্র থেকে দেখবেন, জেনে নিন ইসরোর পরিকল্পনা

গগনযান (Gaganyaan Mission) ভারতের সবচেয়ে বড় মহাকাশ অভিযান। ভারতের সবচেয়ে উচ্চাভিলাষী মহাকাশ প্রকল্প 'গগনযান'...

Prashant Kishor: বিহার একটি অসফল রাজ্য, সুদানের সাথে নিজ রাজ্যের তুলনা করলেন প্রশান্ত কিশোর

যুদ্ধ-বিধ্বস্ত সুদানের সঙ্গে তুলনা করে জন সুরাজ নেতা প্রশান্ত কিশোর (Prashant Kishor) বলেছেন, বিহার...

More like this

Dead body: ফের ভোরের শহরে উদ্ধার যুবকের দেহ! সামনেই পড়ে আছে বিধ্বস্ত স্কুটার

ফের শহরের বুকে দেহ (Dead Body) উদ্ধার। এবার ইএম বাসপাশে রুবি মোড়ের কাছে এক...

Kalyan Banerjee: মমতাকে ছাড়া গতি নেই! ইন্ডিয়া জোটকে কঠোর বার্তা কল্যানের

মোদীকে হটাতে গেলে মমতা ছাড়া গতি নেই। ইন্ডিয়া জোটকে এমন বার্তা দিলেন তৃণমূলের সাংসদ...

Fire breaks Out: কলকাতা মেডিক্যাল কলেজের বিজয়গড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড! ভয়ে বাড়ি ছেড়ে রাস্তায় প্রতিবেশীরা

কলকাতায় ফের অগ্নিকাণ্ডের (Fire Breaks out) ঘটনা। যাদবপুরের বিজয়গড়ে একটি গোডাউনে রবিবার রাতে অগ্নিকাণ্ডের...