Homeজেলার খবরমাও নেতা অর্ণবের পিএইচডিতে রইল না জট! সোমেই হতে পারে শাপমোচন

মাও নেতা অর্ণবের পিএইচডিতে রইল না জট! সোমেই হতে পারে শাপমোচন

Published on

অবশেষে কাটছে জট। সোমবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে(university )পিএইচডিতে ভর্তি হতে পারেন জেলবন্দি মাওবাদী নেতা অর্ণব দাম( maosit arnab dam)। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে খবর, সোমবার বিকেল ৩টের সময় সেখানে পিএইচডির জন্য অর্ণবের কাউন্সেলিং হবে। তার পরেই তিনি গবেষণা করতে পারবেন। মনে করা হচ্ছে, তার মধ্যে কারা দফতর থেকে পাঠানো চিঠির জবাবও এসে যাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে।

হুগলি সংশোধানাগারে বন্দি মাওবাদী নেতা অর্ণব দাম ইতিহাসে পিএইচডি করার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন। গত জুন মাসের ২৬ তারিখে কড়া পুলিশ প্রহরায় ইন্টারভিউ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও আসেন। জানা গিয়েছে, ১০০ নম্বরের পরীক্ষায় প্রায় ৭৬.৮৭ শতাংশ নম্বর পেয়ে ২৫০ জনের মধ্যে প্রথম হয়েছিলেন অর্ণব। মেধা তালিকা প্রকাশ করার পরে ৯ জুলাই ভর্তির তারিখ দেওয়া হয়। কিন্তু দেখা যায় বিশ্ববিদ্যালয়ের ৩৯ টি বিভাগের মধ্যে শুধুমাত্র ইতিহাস বিভাগে ভর্তি স্থগিত রেখে বাকি বিষয়গুলির ভর্তি প্রক্রিয়া চালু করা হয়েছে, যা নিয়ে শুরু হয় বিতর্ক।

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, অর্ণব দামকে ভর্তি নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের মধ্যে মত বিরোধ ছিল। বিশ্ববিদ্যালয়ের একাংশের মধ্যে আতঙ্ক ছিল, যেহেতু অর্ণব মাওবাদী কার্যকলাপে যুক্ত ছিল তাই ফের যদি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিছু ঘটায়, তার দায় কে নেবে ! সূত্রের খবর, হুগলি জেলা সংশোধানাগার থেকে বিশ্ববিদ্যালয়কে একটি চিঠিও পাঠানো হয়। সেখানে এক জেলবন্দি পিএইডডি করতে চাইছে বলে উল্লেখ করা হয়। সেই মতো তাঁকে অনুমতি দেওয়া হয়।

<span;>খড়্গপুর আইআইটির মেধাবী ছাত্র অর্ণব পড়াশোনা ছেড়ে সিপিআই (মাওবাদী)-এর রাজনৈতিক মতবাদে আকৃষ্ট সেই সংগঠনে যোগ দিয়েছিলেন। শিলদা ইএফআর ক্যাম্পে হামলার ঘটনায় পুলিশ তাঁকে গ্রেফতার করে। গত ফেব্রুয়ারিতে যাবজ্জীবন কারাদণ্ড পান তিনি। দীর্ঘদিন ধরেই হুগলি জেলা সংশোধনাগারে বন্দি। তিনি জেলে বসেই উচ্চশিক্ষার ক্ষেত্রে যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা সেট-এ উত্তীর্ণ হন। তার পরে জেল থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে গিয়ে পিএইচডির প্রবেশিকা পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেন। তার পরেও গবেষণার কাজ শুরু করতে পারেননি তিনি। সেই নিয়েই শুরু হয় টানাপড়েন। তৃণমূল নেতা কুণালের অভিযোগ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যই বাধা দিচ্ছেন। ঘটনাটি নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ভূমিকায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও ‘ক্ষুব্ধ’ বলে শিক্ষা দফতর সূত্রে জানা যায়। কুণাল জানান, ওই দুই মন্ত্রী আলোচনা করেছেন। সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। গবেষণায় যাতে সুবিধা হয়, সে কারণে অর্ণবকে হুগলি থেকে বর্ধমান জেলে সরানো হবে। কারামন্ত্রীও তাতে সায় দিয়েছেন। তার পর সোমবার শুরু হচ্ছে ভর্তির প্রক্রিয়া।

Latest News

RG Kar: শুনানি চললেও আর আদালতে তোলা হবে না সঞ্জয় রায়কে! সিভিক ভলেন্টিয়ারের জন্য নতুন ব্যবস্থায় উঠছে একাধিক প্রশ্ন

আরজি কর (RG Kar) মামলার শুনানি চলবে। কিন্তু প্রধান অভিযুক্ত ধৃত সঞ্জয় রায়কে আর...

Parliament Winter Session: আদানি-মণিপুর নিয়ে সংসদের শীতকালীন অধিবেশনে আলোচনা হোক, সর্বদলীয় বৈঠকে কংগ্রেসের দাবি

সংসদের শীতকালীন অধিবেশনের (Parliament Winter Session) আগে সরকার রবিবার সর্বদলীয় বৈঠক ডেকেছে। বৈঠকে কংগ্রেস...

Maharashtra Election: “এই জয়ের পিছনে ‘আদানি নেশন’-এর ভয়ঙ্কর ষড়যন্ত্র, মহারাষ্ট্রের পরাজয়ের পর ক্ষোভ উগরে দিল শিবসেনা

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ফলাফল (Maharashtra Election) জানা গেছে গতকাল। বিজেপি নেতৃত্বাধীন মহায়ুতি জোট এই...

Maharashtra Election: সোশ্যাল মিডিয়ায় ৫ মিলিয়ন ফলোয়ার, পেলেন মাত্র ১৫৫ ভোট! লজ্জাজনক পরাজয় নিয়ে বললেন, ‘সবকিছুই ইভিএম-এর খেলা…’

রিয়েলিটি শো 'বিগ বস’-এর মাধ্যমে নিজের পরিচয় তৈরি করা অভিনেতা এজাজ খান (Azaj Khan)...

More like this

RG Kar: শুনানি চললেও আর আদালতে তোলা হবে না সঞ্জয় রায়কে! সিভিক ভলেন্টিয়ারের জন্য নতুন ব্যবস্থায় উঠছে একাধিক প্রশ্ন

আরজি কর (RG Kar) মামলার শুনানি চলবে। কিন্তু প্রধান অভিযুক্ত ধৃত সঞ্জয় রায়কে আর...

Dilip Ghosh: অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর থেকে বড় নেতা! দিলীপ ঘোষের মন্তব্য নতুন করে অস্বস্তিতে বিজেপি

শনিবার পশ্চিমবঙ্গের ছটি বিধানসভা কেন্দ্রের সব কটিতেই তৃণমূলের দখলে (Dilip Ghosh)। এমনকী বিজেপির মাদারিহাট...

Police: শুদ্ধিকরণের পথে আরও এক ধাপ এগোল পুলিশ! কম্পালসরি ওয়েটিংয়ে পাঠানো হল আইসি পার্থ ঘোষকে

মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর বার্তার পর একের পর এক পুলিশ (Police) আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া...