শহিদ ক্যাপটেন অংশুমান সিংয়ের বাবা-মায়ের অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন তাঁর স্ত্রী (Martyr Captain Wife)। শ্বশুর, শাশুড়ির অভিযোগ চিন্তাভাবনা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। সম্প্রতি সিয়াচেনে শহিদ ক্যাপটেন অংশুমান সিংকে মরণোত্তর কীর্তি চক্র সম্মানে ভূষিত করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সেই পুরস্কার গ্রহণ করেন তাঁর স্ত্রী স্মৃতি। ক্যাপটেন অংশুমান সম্পর্কে নিজের আবেগঘন বার্তাও শেয়ার করেন তিনি। স্মৃতির সেই ভিডিয়ো নেটিজেনদের মন ছুঁয়ে যায়। কিন্তু, তার ক’দিন পরই ছন্দপতন। ক্যাপটেন অংশুমানের বাবা-মা স্মৃতি বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন।
অংশুমানের মৃত্যুর পর শ্বশুরবাড়ি ছেড়ে চলে গিয়েছেন স্মৃতি। ATM কার্ডও ব্লক করে দিয়েছেন বলে অভিযোগ তোলেন শহিদ ক্যাপটেনের বাবা-মা। এই কার্ডটিই অংশুমানের মা ব্যবহার করতেন বলে দাবি করা হয়। নিজের ঠিকানাও বদল করেছেন। এমনকী তাঁরা একটি বারের জন্য ছেলে কীর্তি সম্মান ছুঁয়ে দেখতে পারেনি বলে আক্ষেপ করেন। এরপরই ঘটনা সম্পূর্ণ অন্যদিকে মোড় নেয়।
এই নিয়ে এবার মুখ খুললে স্মৃতি সিং। শহিদ ক্যাপটেনের স্ত্রী (Martyr Captain Wife) বলেন, ‘যার যেমন মানসিকতা, সে তো তেমনই ভাববে।’ তিনি শ্বশুর-শাশুড়ির বক্তব্যের ভিডিয়ো দেখতে চেয়েছেন। গোটা অভিযোগ শুনে তিনি পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবেন বলেও জানান।
কীর্তি চক্র সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে চলে গিয়েছেন পুত্রবধূ, অভিযোগ তুলেছেন শহিদ ক্যাপটেনের বাবা-মা। আর সেনাকর্মীর মৃত্যুর পর নির্ভরশীল হিসেবে যাবতীয় সহায়তা পাচ্ছেন স্মৃতিই, অংশুমানের বাবা-মা নন। এই নিয়ম নিয়েই প্রশ্ন তুলেছেন তাঁরা। অংশুমানের পরিবারের তরফে ‘নেক্সট অফ কিন’ পলিসি বদল করতে চেয়ে সওয়াল করা হয়েছে। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রয়াত ক্যাপ্টেন অংশুমান সিংয়ের বাবা-মা রবি প্রতাপ সিং ও মঞ্জু সিং দাবি করেচেন, পুত্রবধূ তাঁদের সঙ্গে আর থাকেন না।