Lionel Messi: বর্ণবাদ মেসিকে ক্ষমা চাইতে বলায় বরখাস্ত আর্জেন্টিনার স্পোর্টস সেক্রেটারি!
কোপা আমেরিকা জয়ের পর ফ্রান্স দলকে বিদ্রূপ করে আর্জেন্টিনার ফুটবলারদের গান গাওয়া নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। এনজো ফার্নান্ডেজের সোশ্যাল অ্যাকাউন্টে এই গানের ভিডিও পোস্ট করা হয়েছিল, যা নিয়ে তদন্তে নেমেছে ফিফা। এদিকে এই ঘটনায় লিওনেল মেসিকে (Lionel Messi) ক্ষমা চাইতে বলায় চাকরি খোয়ালেন আর্জেন্টিনার আন্ডার সেক্রেটারি অব স্পোর্টস জুলিও গারো।
গত কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনার সমর্থকেরা এই গানটি তৈরি করেছিল, যাতে ফ্রান্সের কৃষ্ণাঙ্গ ফুটবলারদের বিরুদ্ধে অত্যন্ত অপমানজনক ও বর্ণবাদী ভাষা ছিল। এর প্রেক্ষিতে জুলিও গারো বলেছিলেন, ‘জাতীয় দলের অধিনায়কের (Lionel Messi) এ জন্য ক্ষমা চাওয়া উচিত। এএফএ সভাপতিরও ক্ষমা চাওয়া উচিত। আমার মনে হয় এটা ঠিক না। এটা আমাদের গৌরবান্বিত দেশকে খারাপ পরিস্থিতিতে ফেলেছে।’
গারোর এই মন্তব্য ভালোভাবে নেননি আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেই। তাকে বরখাস্তের ঘোষণায় আর্জেন্টিনা সরকারের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে লেখা হয়েছে, ‘প্রেসিডেন্ট অফিস জানাচ্ছে যে বিশ্ব চ্যাম্পিয়ন, টানা দুবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় দল কিংবা কোনো নাগরিক কী ভাববে, কী করবে, সেটা কোনো সরকার বলতে পারে না। এ কারণে জুলিও গারো আর্জেন্টিনার আন্ডার সেক্রেটারি অব স্পোর্টসের দায়িত্বে আর থাকছেন না।’
গত রবিবার কোপার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এরপর টিম বাসে খেলোয়াড়দের উদ্যাপনে বিতর্কিত গানটি গাওয়া হয়, যেটি ইনস্টাগ্রামে লাইভ করেছিলেন এনজো ফার্নান্ডেজ। পরবর্তীতে ফার্নান্ডেজ ক্ষমা চাইলেও সহজে পার পাচ্ছেন না। গতকাল বুধবার ঘটনার তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
- Ad-
- Ad -
- Ad -
- Ad -
- Ad -