লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে সদ্যই ত্রিমুকুট জয়ের কীর্তি গড়েছে আর্জেন্টিনা। কোপা আমেরিকা, বিশ্বকাপ, কোপা আমেরিকা- পর পর তিনটি ট্রফি ঘরে তুলেছে মারাদনা-মেসির দেশ। প্রত্যাশিতভাবে লিওনেল মেসির দলই আছে সম্প্রতি ফিফা র্যাঙ্কিংয়ের (FIFA Ranking) শীর্ষে। কোপায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে নিজেদের আরও ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছে আর্জেন্টিনা। কোপা জয়ীদের রেটিং পয়েন্ট বেড়েছে ৪১.৩৪।
র্যাঙ্কিংয়ে বেশ বড় লাফ দিয়েছে ইউরোজয়ী স্পেন। পাঁচ ধাপ এগিয়ে তিনে উঠে এসেছে স্প্যানিশরা। কোপার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া ব্রাজিল এক ধাপ নিচে নেমে গেছে। সদ্য প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে (FIFA Ranking) ভারতের অবস্থানে কোনও বদল হয়নি। ১১৩৯.৩৯ পয়েন্ট নিয়ে বিশ্ব তালিকায় ১২৪ নম্বর অবস্থানে আছে ভারত। .৩৯ পয়েন্ট বেড়েছে ভারতের। বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে সর্বশেষ এই র্যাঙ্কিং (FIFA Ranking) প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। পরবর্তী র্যাঙ্কিং প্রকাশ করা হবে আগামী ১৯ সেপ্টেম্বর।
বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গত বছরের এপ্রিলে চিরপ্রতিন্দ্বী ব্রাজিলকে সরিয়ে র্যাঙ্কিংয়ের (FIFA Ranking) চূড়ায় উঠে আসে। ১৫ মাস ধরে শীর্ষস্থানটা ধরে রেখেছে তারা। বর্তমানে দলটির রেটিং পয়েন্ট ১৯০১.৪৮। ইউরোর সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া ফ্রান্স দুইয়েই রয়েছে। কিলিয়ান এমবাপ্পের দলের পয়েন্ট ১৮৫৪.৯১।
সর্বশেষ র্যাঙ্কিংয়ে (FIFA Ranking) সবচেয়ে বেশি পয়েন্ট বেড়েছে স্প্যানিশদেরই। দলটির পয়েন্ট বেড়েছে ১০৫.৭৫। ইউরোর রানার্সআপ ইংল্যান্ড এক ধাপ এগিয়ে উঠে এসেছে চারে। ব্রাজিল নেমে গেছে পাঁচে।
র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে রয়েছে আরেকটি চমক। কোপার ফাইনালে ওঠার পুরস্কার স্বরূপ নয়ে উঠে এসেছে কলম্বিয়া। হামেস রদ্রিগেজের দল দুই বছর পর শীর্ষ দশে উঠে এসেছে। শীর্ষ দশের বাকি চার দল বেলজিয়াম (৬), নেদারল্যান্ডস (৭), পর্তুগাল (৮) ও ইতালি (১০)। ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ায় দুই ধাপ অবনমন হয়েছে রোনাল্ডোর পর্তুগালের।
আজ প্রকাশিত র্যাঙ্কিংয়ে (FIFA Ranking) সবচেয়ে বড় চমক হয়ে এসেছে ভেনেজুয়েলা ও তুরস্ক। দুটি দলই কোপা ও ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠেছে। সেটারই ইতিবাচক প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। ভেনেজুয়েলা ১৭ ধাপ এগিয়ে অবস্থান করছে ৩৭ নম্বরে, তুরস্ক ১৬ ধাপ এগিয়ে আছে ২৬ নম্বরে। এ ছাড়া চমক জাগিয়ে কোপার সেমিফাইনালে ওঠা কানাডা দুই বছর পর শীর্ষ ৪০–এ উঠে এসেছে।
এশিয়ার দলগুলোর মধ্যে শীর্ষে আছে জাপান। তারা আছে ১৮ নম্বরে। এশিয়ান দলগুলির মধ্যে ভারতের স্থান ২২। এদিকে, ১৪ নম্বরে থেকে আফ্রিকার দলগুলোর মধ্যে ওপরে আছে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে খেলা মরক্কো।