বাজেট অধিবেশনের আগে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi On Budget Session)। প্রধানমন্ত্রী বলেন, ‘আজ শ্রাবণের প্রথম সোমবার। এই শুভ দিনে একটি গুরুত্বপূর্ণ অধিবেশন শুরু হচ্ছে। শ্রাবণের প্রথম সোমবার উপলক্ষে আমি দেশবাসীকে শুভেচ্ছা জানাই। আজ থেকে শুরু হচ্ছে সংসদের বর্ষাকালীন অধিবেশন। আজ গোটা দেশ এটির দিকে তাকিয়ে আছে। এটি একটি ইতিবাচক অধিবেশন হওয়া উচিত।
প্রধানমন্ত্রী বলেন, এটা গর্বের বিষয় যে ৬০ বছর পর তৃতীয়বারের মতো একটি সরকার ফিরে এসে তৃতীয় ইনিংসের প্রথম বাজেট পেশ করার সুযোগ পাবে। দেশ এটাকে ভারতের গণতন্ত্রের একটি মর্যাদাপূর্ণ ঘটনা হিসেবে দেখছে।
বিরোধী সাংসদদের কাছে আবেদন
পিএম মোদী (PM Modi On Budget Session) বলেন, “আজ, আমি বিরোধী সাংসদদের কাছেও আবেদন করতে চাই যে গত জানুয়ারির পর থেকে আমরা যত শক্তি পেয়েছি তত লড়াই করেছি। আমি মানুষকে যা বলতে চেয়েছিলাম, তা বলেছি। কিন্তু এখন সেই সময় শেষ। জনগণ তাদের রায় দিয়েছে। এখন নির্বাচিত সাংসদদের দায়িত্ব দেশের মানুষের প্রতি। এখন সব সাংসদদের দায়িত্ব দলের ঊর্ধ্বে উঠে দেশের জন্য লড়াই করা।
প্রধানমন্ত্রী বলেন, “আগামীকাল আমরা যে বাজেট পেশ করব তা অমৃতকালের একটি গুরুত্বপূর্ণ বাজেট। পাঁচ বছরে আমরা যে সুযোগ পেয়েছি, এই বাজেট সেই পাঁচ বছরের জন্য দিশা নির্ধারণ করবে। এই বাজেট ২০৪৭ সালের উন্নত ভারতের স্বপ্নকে শক্তিশালী করবে।”
কংগ্রেসকে কটাক্ষ মোদীর
পিএম মোদী (PM Modi On Budget Session) বলেন, “এই নতুন সংসদের প্রথম অধিবেশনে ১৪০ কোটি দেশবাসী তাদের কাঙ্ক্ষিত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারের সেবা করার নির্দেশ দিয়েছেন। সেই সরকারের কণ্ঠরোধ করার একটি অগণতান্ত্রিক প্রচেষ্টা ছিল। আড়াই ঘণ্টা ধরে দেশের প্রধানমন্ত্রীর গলা টিপে মারার, তাঁর কণ্ঠরোধ করার, তাঁকে থামানোর চেষ্টা চলে। গণতান্ত্রিক ঐতিহ্যে তাঁদের কোনও স্থান নেই এবং কোনও অনুশোচনাও নেই। তাদের কোনো ব্যথা নেই। দেশবাসী আমাদের এখানে পাঠিয়েছে দেশের জন্য, দলের জন্য নয়। এই সদন দলের জন্য নয়, দেশের জন্য।”