তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা উস্কে দিয়েছিলেন নিজেই। ২১ জুলাইয়ের মঞ্চে তাঁর থাকা নিয়ে জল্পনা ছিল বিস্তর। কিন্তু শেষ পর্যন্ততৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চে দেখা গেল না শোভন চট্টোপাধ্যায়কে। দলের তরফে শোভন চট্টোপাধ্যায়ের ফেরা নিয়ে কিছু ভাবা হচ্ছে না বলে জানিয়েছেন দলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। আবার আগে ২১ নিয়ে আবেগের কথা জানালেও, তিনি মঞ্চের লোকই নন বলে এখন দাবি করছেন শোভন। (Sovan Chatterjee)
তৃণমূলে তাঁর প্রত্যাবর্তন নিয়ে সম্প্রতি মুখ খোলেন শোভন। ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই প্রত্যাবর্তন ঘটতে পারে বলে দিয়েছিলেন ইঙ্গিত। তাঁর বক্তব্য ছিল, “২১ জুলাই আমার কাছে যতটা যন্ত্রণার, ততটাই আবেগের। রাজনীতির যেদিকেই অবস্থান করি না কেন, ওই দিন মন ভারাক্রান্ত থাকে। পরিবেশ, পরিস্থিতি হলে এবার নিশ্চয়ই পৌঁছে যাব।” ২১ জুলাইয়ের মঞ্চেই তৃণমূলে শোভনের প্রত্যাবর্তন ঘটে পারে বলে চলছিল জল্পনা। কিন্তু রবিবার ধর্মতলায় ২১ জুলাইয়ের মঞ্চে তৃণমূলের ছোট-বড় সব নেতাকে দেখা গেলেও, শোভনকে দেখা যায়নি।
তাহলে কি তৃণমূলে ফিরতে বাধার মুখে পড়ছেন তিনি? শোভনের জবাব, “কারও পছন্দ-অপছন্দ তো থাকবেই! তাঁদের সবাইকে ধন্যবাদ। যেরকম পারটেক হওয়ার চেষ্টা করেছে, বেশ ভাল। আমি এনজয় করেছি।”
২০১৯ সালে দিল্লি গিয়ে একসঙ্গে বিজেপি-তে নাম লেখান শোভন এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালে বিজেপি-র হয়ে মমতার বিরুদ্ধে প্রচারেও নেমেছিলেন তাঁরা। ২০২১ সালেই আবার বিজেপি ছেড়ে বেরিয়ে আসেন। সম্প্রতি তাঁদের তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা শুরু হয়। কিন্তু জোড়াফুল শিবিরে তাঁদের ফেরা আটকাতে ‘থার্ড পার্টি’র তৎপরতা উড়িয়ে দিচ্ছে না বৈশাখী। তাঁর কথায়, “কেউ কেউ চেষ্টা করবে, যাতে শোভন কোনও ভাবেই দলে না ফেরে। এটা তো খুব স্বাভাবিক!