Homeজেলার খবরPotato Price: আলুর দামে ফের ছ্যাঁকা লাগার জোগাড়

Potato Price: আলুর দামে ফের ছ্যাঁকা লাগার জোগাড়

Published on

রাজ্যে আলুর দাম(Potato Price) আশানুরূপ কমল না। রবিবারও বেশির ভাগ জেলায় এক কেজি জ্যোতি আলুর দাম রইল ৩৫ টাকার আশপাশে। এক কেজি চন্দ্রমুখী আলুর দাম ঘোরাফেরা করল ৪০ টাকার আশপাশে। ব্যবসায়ীদের ধর্মঘট থাকার সময় আলুর যে দাম ছিল, তার সঙ্গে খুব একটা হেরফের হল না রবিবারও। ধর্মঘট উঠে গেলেও আলুর জোগান আদৌ বৃদ্ধি পেল কি না, সেই প্রশ্ন থেকে যাচ্ছে। আনাজের দামও খুব একটা কমল না। ক্রেতাদের একটা বড় অংশের অভিযোগ, বাজারে হানা দেওয়ার পর টাস্ক ফোর্স বেরিয়ে গেলেই দাম বৃদ্ধি পাচ্ছে আনাজের। কোনও কোনও জেলায় টাস্ক ফোর্সের সদস্যদের দেখা মেলেনি বলে দাবি করেছেন ক্রেতারা।

হাওড়ায় রবিবার এক কেজি জ্যোতি আলু বিক্রি হল ৩৪ থেকে ৩৫ টাকায়। এক কেজি চন্দ্রমুখী আলুর দাম ৩৮ থেকে ৪০ টাকা। ক্রেতাদের দাবি, আনাজের দামও খুব একটা কমেনি। এক কেজি লঙ্কা ৮০ টাকায়, পটল ৪০ টাকায়, শশা ৫০ টাকায়, বেগুন ৮০ টাকায়, ঢেঁড়শ ৬০ টাকায় এবং করোলা ৭০ টাকায় বিক্রি হয়েছে।

potato price hike

পূর্ব বর্ধমানেও আলুর দামের খুব একটা হেরফের হল না। এক কেজি জ্যোতি আলু ৩২ থেকে ৩৫ টাকায় বিক্রি হল। চন্দ্রমুখী আলুর দাম সেখানে অনেক বেশি। এক কেজি চন্দ্রমুখী রবিবার বিক্রি হল ৪৫ টাকায়। বাকি আনাজের দামও খুব একটা কমেনি বলে দাবি ক্রেতাদের। তবে বেগুনের দাম কমেছে কিছুটা। এক কেজি বেগুনের দাম বাজারে ৩০ টাকা।

মরশুমি সবজি চলতি মাসের শুরুতে ছুঁয়েছিল ১০০ টাকা কেজির ঘর। যা ছিল আমজনতার হাতের নাগালের বাইরে। পরিস্থিতি বুঝে তড়িঘড়ি নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন থেকেই ১০ দিনের সময় বেঁধে দিয়েছিলেন সবজির দাম কমাতে। এরপর পুলিশ, পুরসভা, টাস্ক ফোর্স শহরজুড়ে বিভিন্ন ছোট-বড় বাজারে লাগাতার অভিযান চলায়। ভালো করে বোঝান ও সতর্ক করেন। ফলস্বরূপ মুখ্যমন্ত্রীর নির্ধারিত সময় মধ্যেই দাম কমে সবজির। আমজনতা খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ১০ দিনের সময়সীমা কেটেছে বেশ কয়েকদিন হল ৷ কিন্তু সবজির দাম কমতে আচমকাই আলুর দাম বিদ্যুৎ গতিতে বেড়ে চলেছে । ২২-২৬ টাকা কেজি জ্যোতি আলুর দাম বাড়তে বাড়তে পৌঁছে যায় ৪০ টাকা কেজিতে। ফের বাজারগুলোয় টাস্ক ফোর্স অভিযান শুরু করে।

সূত্র বলছে, আলু মাঠেই বিক্রি হয়েছে ১৫ থেকে ১৬ টাকা কেজি হিসেবে ৷ কোল্ড স্টোরেজে আলু রাখতে কমপক্ষে ৬ টাকা খরচ হয়। তার উপরে প্রক্রিয়াকরণ ও পরিবহণ রয়েছে ৷ দাম দাঁড়াচ্ছে ২৬ টাকা। শহরের বড় আলু ব্যবসায়ীরা ১ টাকা লাভ রাখছেন কেজিতে । তাঁদের হাত থেকে হোলসেলারদের কাছ আসতে আরও ১ টাকা লাভ রেখে ২৮ টাকা দাঁড়াচ্ছে ৷ খুচরো বিক্রেতারা আরও ২-৩ টাকা লাভ রেখে কেজি প্রতি ৩০-৩১ টাকায় বিক্রি করতে পারেন ৷

Latest News

Fire breaks Out: ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা! পুড়ে ছাই হয়ে গেল কাকুলিয়া বস্তির একাংশ

ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire breaks out) ঘটনা ঘটল। গড়িয়াহাটের কাছে কাকুলিয়া বস্তিতে (Fire...

Price Hike: আলু রফতানিতে নিষেধাজ্ঞা! দাম কমার আশায় মধ্যবিত্ত বাঙালিরা

মুখ্যমন্ত্রীকে না জানিয়েই ভিন রাজ্যে পাঠানো হচ্ছিল আলু (price hike)। তার জেরেই হু হু...

IND vs AUS: ভারতের ব্যাটিংয়ে ধস, অজিদের কোমর ভেঙে দিলেন অধিনায়ক বুমরা

শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার (IND vs AUS) মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট...

IPL: আইপিএলের আগামী তিন আসরের সূচি প্রকাশ্যে

আসন্ন আইপিএলের (IPL) নিলাম অনুষ্ঠিত হয়নি এখনও। আগামী ২৪ ও ২৫ মে সৌদি আরবের...

More like this

Fire breaks Out: ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা! পুড়ে ছাই হয়ে গেল কাকুলিয়া বস্তির একাংশ

ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire breaks out) ঘটনা ঘটল। গড়িয়াহাটের কাছে কাকুলিয়া বস্তিতে (Fire...

Price Hike: আলু রফতানিতে নিষেধাজ্ঞা! দাম কমার আশায় মধ্যবিত্ত বাঙালিরা

মুখ্যমন্ত্রীকে না জানিয়েই ভিন রাজ্যে পাঠানো হচ্ছিল আলু (price hike)। তার জেরেই হু হু...

Calcutta High Court: বয়স কোনও বাধাই নয়! টেস্ট টিউব বেবির অনুমতি মিলল হাইকোর্টে

বয়স ষাট ছুঁই ছুঁই করছে। এই বয়সে সন্তান নিতে চান কাশীপুরের দম্পতি। কিন্তু পথের...