শুক্লা রায়চৌধুরী, কলকাতাঃ রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁকে মুখ করেই নাকি নির্বাচনে লড়তে চাইছে কেন্দ্রের শাসক বিজেপি। গত প্রায় এক বছর ধরে এই গুঞ্জন ছড়িয়েছে রাজ্য রাজনীতির অন্দরমহলে। সৌরভের ৪৮ তম জন্মদিনে এই নিয়েই মুখ খুলেছেন তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়।
স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় মনে করেন যে রাজনীতির ময়দানেও সাফল্যের শীর্ষে পৌঁছে যাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই বিষয়ে স্থির বিশ্বাস রয়েছে ডোনাদেবীর। তবে ক্রিকেটার সৌরভ রাজনীতির ময়দানে নামবেন কিনা সেই বিষয়ে নিশ্চিত নন ডোনা। তাঁর কথায়, “রাজনীতি নিয়ে সৌরভ চূড়ান্ত কিছু সিদ্ধান্ত নিয়েছে কিনা জানি না। যদি রাজনীতিতে যোগ দেয়, তা হলে আশা করছি সাফল্যের শীর্ষে পৌঁছে যাবে।”
দীর্ঘ দাম্পত্য জীবন এবং তার আগেও একত্রে সময় কাটিয়েছেন সৌরভ-ডোনা। সেই সুবাদে স্বামীর সম্পর্কে সম্যক ধারণা রয়েছে ডোনা গঙ্গোপাধ্যায়। ক্রিকেটার জীবনে সৌরভের অনেক ওঠানামা দেখেছেন। কামব্যাক কিং হিসেবে পরিচিতি সৌরভের সেই কঠিন সময়গুলো খুব কাছ থেকে চাক্ষুষ করেছেন তিনি। সেই অভিজ্ঞতা থেকে পত্নী ডোনা বলেছেন, “যে পিচেই খেলুক না কেন, সৌরভ তাতেই সেরা হয়। হয়তো স্বাভাবিক অবস্থা থেকে শুরু করে, কিন্তু ঠিক শীর্ষে পৌঁছে যায়।”
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক থাকার সময়ে রাজ্যের তৎকালীন শাসক বামেদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল সৌরভের। পরে রাজ্যে পালাবদলের পরে মুখ্যমন্ত্রীর সঙ্গেও ঘনিষ্ঠতা দেখা গিয়েছে তাঁর। এখন বিসিসিআই সভাপতি হওয়ার সুবাদে কেন্দ্রের বিজেপি নেতাদের সঙ্গেও বিশেষ ঘনিষ্ঠতা দেখা গিয়েছে। যদিও সেই সবই সৌরভের কাজের অঙ্গ।