Homeজেলার খবরটিটাগড়ে শ্যুটআউট , বাড়ির সামনেই গুলিতে খুন কলেজপড়ুয়া

টিটাগড়ে শ্যুটআউট , বাড়ির সামনেই গুলিতে খুন কলেজপড়ুয়া

Published on

সৌভিক সরকার,ব্যারাকপুরঃ আবারও শ্যুট আউটের ঘটনা ঘটল ব্যারাকপুর শিল্পাঞ্চলে। বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, তার জেরেই খুন হতে হল এক কলেজ পড়ুয়াকে। শুক্রবার রাতে প্রকাশ্যেই পরপর গুলি করে ওই কলেজছাত্রকে খুন করে দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে টিটাগড় পৌরসভার ১৯ নম্বর ওর্য়াডের  উড়ান পাড়া এলাকায়। মৃত ছাত্রের নাম তৌফিক আলি, সে ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

ব্যারাকপুর বিএনবসু মহাকুমা হাসপাতালে পড়ুয়ার দেহ

এই ঘটনায় ওই ছাত্রের পরিবার স্থানীয় ছোটু ও রাজ দুই যুবকের নামে পুলিশে অভিযোগ দায়ের করেছে। তবে অভিযুক্তরা পলাতক। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই কলেজ ছাত্রের সঙ্গে প্রায় দিনই গাড়ি রাখা নিয়ে ঝামেলা বাঁধতো স্থানীয় ওই যুবকদের। ছোটু নামে ওই যুবক রোজই তৌফিকের বাড়ির সামনেই গাড়ি পার্ক করে মদ্যপান করত।

শোকাহত মৃত পড়ুয়ার বাবা

সেই নিয়ে আপত্তি করতেন তৌফিক। বেশ কয়েকবার তৌফিককে হুমকিও দিয়েছিল ওই যুবক। শুক্রবার রাতেও একই কারণে বচসা বাঁধে তাদের।তৌফিকের সঙ্গে যাদের ঝামেলা শুরু হয়েছিল, তারা পরপর পাঁচটি গুলি করে। চারটি গুলি তৌফিকের বুকে লাগে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে তৌফিক। অভিযোগ, এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে তিনজন। স্থানীয় যুবক ছোট্টু ও তার দলবল পুরনো কোনও শত্রুতা থেকেই এই কাণ্ড ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। অভিযোগ, আচমকাই প্রকাশ্য রাস্তাতেই একটি বন্দুক বার করে গুলি চালিয়ে দেয় ছোটু। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে তৌফিক। এরপরই এলাকা ছেড়ে চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় তৌফিককে বিএন বোস হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। খবর যায় টিটাগড় থানায়।ঘটনাস্থলে আসে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে টিটাগড় থানার পুলিশ। তৌফিকের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।পাশাপাশি যথেষ্ঠ উত্তেজনাও রয়েছে এলাকায় ।  শেষ খবর পাওয়া পর্যন্ত, ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’‌জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Latest News

Price Hike: আলু রফতানিতে নিষেধাজ্ঞা! দাম কমার আশায় মধ্যবিত্ত বাঙালিরা

মুখ্যমন্ত্রীকে না জানিয়েই ভিন রাজ্যে পাঠানো হচ্ছিল আলু (price hike)। তার জেরেই হু হু...

IND vs AUS: ভারতের ব্যাটিংয়ে ধস, অজিদের কোমর ভেঙে দিলেন অধিনায়ক বুমরা

শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার (IND vs AUS) মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট...

IPL: আইপিএলের আগামী তিন আসরের সূচি প্রকাশ্যে

আসন্ন আইপিএলের (IPL) নিলাম অনুষ্ঠিত হয়নি এখনও। আগামী ২৪ ও ২৫ মে সৌদি আরবের...

Gyanvapi case: জ্ঞানবাপি মামলায় সুপ্রিম কোর্টের বড় রায়, মুসলিম পক্ষকে নোটিশ, ১৪ দিনের মধ্যে সিদ্ধান্ত?

শুক্রবার সুপ্রিম কোর্ট জ্ঞানবাপি মসজিদ (Gyanvapi case) পরিচালনা কমিটি এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে...

More like this

Price Hike: আলু রফতানিতে নিষেধাজ্ঞা! দাম কমার আশায় মধ্যবিত্ত বাঙালিরা

মুখ্যমন্ত্রীকে না জানিয়েই ভিন রাজ্যে পাঠানো হচ্ছিল আলু (price hike)। তার জেরেই হু হু...

TMC Leaders: শুদ্ধিকরণের পথে দল! গ্রেফতার তৃণমূলের দুই প্রভাবশালী নেতা

মুখ্যমন্ত্রী নবান্নে বৃহস্পতিবার বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন (TMC Leaders)। এরপরেই তড়িঘড়ি  বারাবনির এসআই-কে...

Calcutta High Court: আপাতত ভাঙা যাবে না মন্দারমনির হোটল! বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের

হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে সাময়িক স্বস্তিতে  মন্দারমনির হোটেল মালিকরা। জেলা শাসকের হোটেল ভাঙার...