রবিবার রাতে ভাটপাড়ার(Bhatpara) ৮ ওয়ার্ডে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো রাস্তার পাশে থাকা প্রায় দুশো বেআইনি দোকান। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়ায় অঞ্চল জুড়ে।
পুরসভার সূত্রের খবর, একাধিক বেআইনি দোকান গড়ে উঠছিল রাস্তার পাশ দিয়ে। যার জেরে ব্যবসায়ীদের আগাম উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। অবশেষে রবিবার রাতে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ও ভাটপাড়ার (Bhatpara) উপ-পুর প্রধান দেবজ্যোতি ঘোষের নেতৃত্বে চলে এই উচ্ছেদ অভিযান।
এদিন পুরসভার (Bhatpara) উপ-পুর প্রধান দেবজ্যোতি ঘোষ জানান, অঞ্চলটি বেশি ঘনবসতিপূর্ণ । তবে রাস্তার উপরে থাকা দোকান গুলি মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে আগে থাকতে দোকান সরিয়ে নিয়েছেন বেশ কিছু ব্যবসায়ী। তবে এটি ভেঙে ফেলা নয় দোকানের সামগ্রি স্থানান্তরিত করে ব্যবসায়ীদের কাজে সাহায্য করা। দিনের বেলায় অঞ্চল ব্যস্ত থাকায় রাতে এই অভিযান।
অপরদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে দেরি করেননি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন , তৃণমূল দলটাই চোর। রাতের কোনো মানুষ নেই ফলে প্রতিবাদ হবে না জেনে এই উচ্ছেদ। পুরসভা দুর্নীতিগ্রস্ত এরা মানুষের মুখোমুখ হতে পারছে না। যে পুরসভার হোর্ডিং-এ টাকা নেয়া, হকার বসাতে অনুমতি দিয়ে টাকা নেয় তাদের আবার উচ্ছেদের নৈতিক অধিকার কিসের । পুরসভা কে সামনে রেখে লুট চালাচ্ছে এই তৃণমূল সরকার।