পল্লব হাজরা, হাওড়া: মঙ্গলবার কর্মব্যস্ত দিনে ব্যাহত দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা শাখার রেল পরিষেবা (Train Disrupted)। ইঞ্জিন ও চাকায় যান্ত্রিক ত্রুটির ফলে বাঁকড়ার নয়াবাজ ষ্টেশনে দাঁড়িয়ে পরে ভিড়ে ঠাসা ডাউন হাওড়া আমতা লোকাল।
দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে দেখে বাধ্য হয়ে পার্শ্ববর্তী ১১৬ নম্বর জাতীয় সড়কে বাসের উপর আস্থা রাখেন যাত্রীরা।
খবর পেয়ে ট্রেন মেরামত করতে ঘটনাস্থলে উপস্থিত হয় ইঞ্জিনিয়ার। প্রায় ২ ঘণ্টা পর সাঁতরাগাছি থেকে একটি লোকাল ট্রেন যাত্রী নিয়ে হাওড়া স্টেশনে পৌঁছায়।
দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বপন দত্ত বলেন, ট্রেনের যান্ত্রিক ত্রুটির ফলে পরিষেবা বিঘ্নিত হয়েছে (Train service Disrupted) রেলের ইঞ্জিনিয়ার গিয়ে পরিস্থিতি ক্ষতিয়ে দেখছেন। অন্য একটি ট্রেন পাঠিয়ে যাত্রীদের হাওড়া স্টেশনে আনা হয়েছে। তবে কি কারণে এই যান্ত্রিক ত্রুটি তা তদন্ত করে দেখা হবে।
প্রবীর কপাট নামে এক যাত্রী অভিযোগ করেন , হাওড়া আমতা শাখায় কখনই সময় মতো ট্রেন মেলে না। দীর্ঘক্ষণ তাকিয়ে থাকতে হয় ট্রেনের অপেক্ষায়। ফলে সময় মত গন্তব্যে পৌঁছানো এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আমাদের এই যাত্রী ভোগান্তি কবে যে মিটবে সেই দিকে তাকানো ছাড়া আর কোন উপায় নেই।