চলছে সংসদের বর্ষাকালীন অধিবেশন। বাজেট নিয়ে আলোচনার মাঝেই অলিম্পিক থেকে ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগাটকে (Vinesh Phogat) অযোগ্য ঘোষণা করার বিষয়টি নিয়ে আজ সংসদে প্রশ্ন তোলেন সাংসদরা। প্রশ্নের জবাব দিয়েছেন ক্রীড়ামন্ত্রী।
সরকার বুধবার লোকসভায় জানিয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (আইওএ) প্যারিস অলিম্পিকে কুস্তিগীর ভিনেশ ফোগাটকে (Vinesh Phogat) প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। আইওএ প্রধান পিটি উষা প্যারিসে রয়েছেন এবং প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। মান্ডভিয়া বলেছেন যে ভিনেশের (Vinesh Phogat) ওজন ৫০ কেজির চেয়ে ১০০ গ্রাম বেশি পাওয়া গেছে। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ) এই ঘটনা নিয়ে আন্তর্জাতিক কুস্তি ফেডারেশনের (এফআইএইচ) কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে।
কুস্তিগীর ভিনেশ ফোগাটের বিষয়টি নিয়ে কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রকে আক্রমণ করেন। তিনি বলেন, ‘এটি একটি বড় ষড়যন্ত্র।’ কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে বলেছেন, ভিনেশ ফোগাটের বিরুদ্ধে ষড়যন্ত্র একদিন না একদিন উন্মোচিত হবে। এই ষড়যন্ত্রের চক্র ভেঙে যাবে। ভারত সরকার কোথায়? দেশের ক্রীড়ামন্ত্রী কোথায়? দেশের প্রধানমন্ত্রী কোথায়? আরও গভীর একটি প্রশ্ন রয়েছে যার উত্তর দেওয়া দরকার।
কংগ্রেস নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, ‘হরিয়ানা ও দেশের মেয়ের পিঠে কে ছুরি মেরেছে? এই ষড়যন্ত্রের পেছনে কারা রয়েছে? ভিনেশ ফোগাটের জয় কে না হজম করতে পারে? কার মুখ বাঁচানোর চেষ্টা করছেন? সবাই উন্মুক্ত হয়ে যাবে।