22 C
New York
Friday, January 3, 2025
HomeবাংলাদেশBangladesh Crisis: রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিলেন হাসিনাপুত্র জয়

Bangladesh Crisis: রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিলেন হাসিনাপুত্র জয়

Published on

হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় দুদিন আগে বার্তা দিয়েছিলেন শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না বলে, কিন্তু এখন বলছেন, নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা (Bangladesh Crisis) হচ্ছে এ পরিস্থিতিতে তারা হাল ছেড়ে দিতে পারেন না।হাসিনাপুত্র জয় বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুকে প্রকাশ করা এক ভিডিওতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

গত সোমবার গণআন্দোলন ও জনরোষের (Bangladesh Crisis) মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেদিনই তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন, তিনি আর রাজনীতিতে ফিরবেন না বলে। ঠিক দুদিন পরে এসে জয় বলছেন, তার পরিবার রাজনীতিতে ফিরবে।

তিনি বলেন, “বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে ভাঙচুর, লুটপাট হচ্ছে। শহরের বাইরে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে, অনেককে হত্যা করা হয়েছে।

“এই পরিস্থিতিতে আমি বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন, গণতান্ত্রিক ও বড় দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করেছে। ”

আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না মন্তব্য করে বঙ্গবন্ধুর নাতি জয় বলেন, “আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না। তবে আমাদের নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা হচ্ছে এ পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না।

“যদি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, তাহলে আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না, শেষ হয়ে যাবে না। এটাকে শেষ করা সম্ভব না।”

নেতাকর্মীদের ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জয় বলেন, “আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি আহ্বান জানাচ্ছি, আপনারা ঘুরে দাঁড়ান। আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি। আমরা আপনাদের সাথে আছি। দেশে আমাদের নেতাকর্মীদের রক্ষা করার জন্য যা প্রয়োজন তা করতে আমরা প্রস্তুত।”

আলোচনা করতে প্রস্তুত জানিয়ে জয় বলেন, “বর্তমানে যারাই আছে ক্ষমতায়, তাদের বলব- আমরাও একটি গণতান্ত্রিক, সুশৃঙ্খল, নিরাপদ বাংলাদেশ চাই- জঙ্গিবাদ মুক্ত। তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত। শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ ও ভায়োলেন্স বাদ দেয়।”

দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর শেখ হাসিনা সেখান থেকে কোন দেশে যাবেন, তা সে বিষয়ে এখনও কোনো পরিষ্কার বক্তব্য আসেনি তার পরিবার বা দলের পক্ষ থেকে। অবশ্য তিনি যে ভারতে বেশি দিন থাকতে পারছেন না, সে ইঙ্গিত ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে।

 https://www.facebook.com/sajeeb.a.wazed/videos/1178064006769300/?

এ অবস্থায় শেখ হাসিনার পক্ষে দলের জন্য কাজ করা বা তার পরিবারের পক্ষে আওয়ামী লীগের হাল ধরার বিষয়টি কতটা বাস্তবতসম্মত সে প্রশ্ন সামনে আসার মধ্যেই সজীব ওয়াজেদ বলছেন, তারা হাল ছেড়ে দেবেন না।

“শেখ হাসিনা মরে যাননি। আমরা কোথাও যাইনি। বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র, নির্বাচন সম্ভব না।”

ভিডিও বার্তার সঙ্গে দেওয়া স্ট্যাটাসে জয় বলেন, “সাধারণ মানুষ ও আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা হচ্ছে, যেভাবে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে, এই অবস্থায় আমরা বসে থাকতে পারি না। বঙ্গবন্ধুর পরিবার বাংলাদেশের মানুষের সাথে আছে।”

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন সহিংসতা ও প্রাণহানির মধ্য দিয়ে সরকার পতনের একদফায় রূপ নেয়। এই আন্দোলনের মধ্যে সারা দেশে সহিংসতা প্রাণ গেছে অন্তত ৩০০ মানুষের। শেখ হাসিনার পতনের পর দুই দিনে আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা এবং সংখ্যালঘুদের ওপর হামলায় আরও প্রাণহানি হয়েছে।

শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনকালে বেশিরভাগ সময় তার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ছিলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী জয়।

Latest articles

US Attacks on New Year’s: হামলাকারী জব্বার কে, তাঁর সঙ্গে জড়িত ছিলেন ‘একাধিক ব্যক্তি’

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিয়েন্স শহরে হামলার (US Attacks on New Year's) ঘটনায় একাধিক...

Employment Rate: ইউপিএ-র সামনে এনডিএ-র রিপোর্ট কার্ড, গত ১০ বছরে দেশে কর্মসংস্থান ৩৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৪.৩৩ কোটি

কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া আজ বলেছেন যে দেশে কর্মসংস্থান (Employment Rate) গত ১০...

Khel Ratna Award: আচমকা তালিকায় মনু ভাকেরের নাম! এবার খেলরত্ন পাবেন ৪ জন খেলোয়াড়

যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক বৃহস্পতিবার নিশ্চিত করেছে যে ভারতের ডাবল অলিম্পিক পদকপ্রাপ্ত মনু...

Amit Shah On Pok: ‘আমরা যা হারিয়েছি তা শীঘ্রই হাসিল করব’, Pok উল্লেখ না করেই বললেন অমিত শাহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী (Amit Shah On Pok) বৃহস্পতিবার 'জম্মু-কাশ্মীর এবং লাদাখঃ দিল্লিতে ধারাবাহিকতা এবং...

More like this

US Attacks on New Year’s: হামলাকারী জব্বার কে, তাঁর সঙ্গে জড়িত ছিলেন ‘একাধিক ব্যক্তি’

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিয়েন্স শহরে হামলার (US Attacks on New Year's) ঘটনায় একাধিক...

Employment Rate: ইউপিএ-র সামনে এনডিএ-র রিপোর্ট কার্ড, গত ১০ বছরে দেশে কর্মসংস্থান ৩৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৪.৩৩ কোটি

কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া আজ বলেছেন যে দেশে কর্মসংস্থান (Employment Rate) গত ১০...

Khel Ratna Award: আচমকা তালিকায় মনু ভাকেরের নাম! এবার খেলরত্ন পাবেন ৪ জন খেলোয়াড়

যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক বৃহস্পতিবার নিশ্চিত করেছে যে ভারতের ডাবল অলিম্পিক পদকপ্রাপ্ত মনু...