মৃত তরুণী ডাক্তারের (RG Kar Doctor Death) পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রবিবারের মধ্যে যদি ………
পল্লব হাজরা, পানিহাটি: সোমবার দুপুর পৌনে ২টো নাগাদ আর জি কর কাণ্ডে মৃত তরুণী চিকিৎসকের (RG Kar Doctor Death) পানিহাটির বাড়ি এসে পরিবারের সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী। কথা বলেন মৃত পিজিটি তরুণী চিকিৎসকের বাবা মায়ের সাথে। তদন্ত প্রক্রিয়ায় পুলিশকে রীতিমতো দিনক্ষণ বেঁধে দেন তিনি। পাশাপাশি রবিবারের মধ্যে তদন্ত শেষ না হলে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই-এর হাতে তদন্তভার তুলে দেওয়া হবে একথাও জানান মুখ্যমন্ত্রী। যদিও সিবিআই(CBI) তদন্তের মান নিয়ে সমালোচনার সুর শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়।
পরিবারের সাথে দেখা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিচার ফাস্ট ট্রাক কোর্ট হবে যার ফলে বিচার হবে দ্রুত । তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কুলকিনারা করতে না পারে তাহলে এই কেসটা আমাদের হাতে আর রাখবো না। আমরা সিবিআই কে দিয়ে দেব। কারণ এর সাথে আমাদের কোন লেনাদেনা নেই আগে থেকেই বলছি । কিন্তু ওদের সাফল্যের হার কম। তাপসী মালিক মৃত্যু , নন্দীগ্রামে ১৪ জনের মৃত্যু, মিজানুরের তদন্ত , রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার চুরি তার তদন্তীর ভার ছিল সিবিআই এর। মানুষ তার বিচার পাইনি। তবে মানুষের সন্তোষের জন্য আমরা তদন্তের ভার ওদের হাতে দেব।
নার্স, নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও কি ভাবে এই নারকীয় ঘটনা(RG Kar Doctor Death) ঘটলো সেই নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ঘটনার সাথে ভিতরে যদি কেউ জড়িত থাকে পুলিশ তাদের খুঁজে বের করে যথাযত শাস্তি হবে।
এদিন পানিহাটিতে মুখ্যমন্ত্রী আসার পর সঠিক পথে বিচার হবে ও দোষীরা অবশ্যই শাস্তি পাবেন সেই আশায় বুক বাঁধছেন পরিবার থেকে স্থানীয় মানুষে।