আরজি কর কাণ্ডে (RG Kar Doctor Death) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও কলকাতা পুলিশের গ্রেফতারির দাবিতে সমাজ মাধ্যমে বিস্ফোরক পোস্ট করায় তৃণমূল রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়কে তলব করল লালবাজার
আরজি কর কাণ্ডে (RG Kar Doctor Death) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও কলকাতা পুলিশের গ্রেফতারির দাবিতে সমাজ মাধ্যমে বিস্ফোরক পোস্ট করায় তৃণমূল রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়কে তলব করল লালবাজার। রবিবার বিকেলে তাকে লালবাজারে হাজিরা দিতে বলা হয়েছে । শনিবার মধ্যরাতে বিস্ফোরক পোস্ট করেন রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ কলকাতা পুলিশের পুলিশ কমিশনার কে সিবিআই হেফাজতে জেরা করার দাবি তোলেন। পাশাপাশি ঘটনা ঘটে যাওয়ার তিনদিন পর পুলিশ কুকুর দিয়ে তল্লাশি নিয়ে তোলেন প্রশ্ন । কেন ঘটনাস্থল সংলগ্ন ঘরের দেওয়াল ভেঙে ফেলা হল। এরকম শতাধিক প্রশ্ন রয়েই গেছে।
CBI must act fairly . Custodial interrogation of Ex Principal and Police Commissioner is a must to know who and why floated suicide story.Why wall of hall demolished, who patronised Roy to be so powerful, Why sniffer dog used after 3 days.100s of such questions. Make them speak
— Sukhendu Sekhar Ray (@Sukhendusekhar) August 17, 2024
লালবাজার সূত্রে খবর, ঘটনা ঘটার পরই পুলিশ কুকুর নিয়ে চলেছে তল্লাশি অভিযান। কিসের ভিত্তিতে রাজ্যসভার সংসদের এই ভুল তথ্য পরিবেশন করছেন সেই প্রসঙ্গে সুখেন্দুশেখর রায়কে ডেকে পাঠানো হয়েছে।
অপরদিকে সাংসদের এই মন্তব্যে বিরোধিতা করেন তৃণমূল নেতা কুনাল ঘোষ সমাজমাধ্যমে পোস্ট করেন। পোস্টে তিনি উল্লেখ করেন কলকাতা পুলিশ কমিশনার যথা সাধ্য চেষ্টা চালাচ্ছেন। তদন্তের দিকে নজর দিকে রেখে এগিয়ে চলেছেন। সিনিয়ার নেতার থেকে এই মন্তব্য খুবই দুর্ভাগ্যজনক।
I also demand justice in RGKar case.
But strongly oppose this demand regarding CP. After got information He has tried his best. Personally CP was doing his job and investigation was in a positive focus. This kind of post is unfortunate, that too from my senior leader. https://t.co/quLVsUEXCd— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 18, 2024