সোমবার সকালে আবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ(Sandeep Ghosh) । এই নিয়ে চতুর্থ বার সিবিআই দফতরে হাজিরা দিলেন তিনি। সোমবারও বেশ কিছু নথি নিয়ে দফতরে ঢুকতে দেখা গিয়েছে তাঁকে। সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি সন্দীপ। কেন বার বার সন্দীপকে তলব করা হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়।
আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় সন্দীপকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। গত বৃহস্পতিবার তাঁকে তলব করা হয়েছিল। সে দিন হাজিরা দেননি। শুক্রবার কলকাতা হাই কোর্টে সন্দীপের আইনজীবী জানিয়েছিলেন, তিনি নিরাপত্তার অভাবে ভুগছেন। পর্যাপ্ত নিরাপত্তার আবেদনও জানিয়েছিলেন। এর পর ওই দিনই রাস্তা থেকে সিবিআইয়ের গাড়িতে ওঠেন সন্দীপ। তাঁকে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে। তার পর থেকে প্রতি দিনই তাঁকে তলব করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি আবার সিবিআই দফতরে পৌঁছেছেন।
অন্যদিকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ। রবিবার তাঁর বেলেঘাটার বাড়ির সামনে বিক্ষোভ দেখান জনতা। তিলোত্তমাকে ধর্ষণ-খুনের ঘটনায় প্রতিবাদে সরব গোটা দেশ। সুবিচারের দাবিতে জায়গায় জায়গায় প্রতিবাদ মিছিল সাধারণ মানুষের। রবিবারও সেই ছবি দেখা গিয়েছে। বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়ির সামনেও প্রতিবাদ মিছিল করেন জনতা। এই প্রথম আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বাড়ি অবধি গিয়ে পৌঁছল তিলোত্তমাকাণ্ডে প্রতিবাদের ঝড়।
আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভাঙচুরের ঘটনায় জারি ধরপাকড়। সোমবার সকাল পর্যন্ত ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৭। শুক্রবার পর্যন্ত এই ঘটনায় গ্রেপ্তার করা হয় ২৪ জনকে। এর পর শনিবার নতুন করে আরও ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয় বলেই খবর। তবে ঠিক কোন উদ্দেশে ওই রাতে আর জি করে তাণ্ডব চালানো হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।