নিজস্ব প্রতিনিধি, কলকাতা,: করোনা আক্রান্তের সব রেকর্ড ছাপিয়ে গেল আজ। একদিনে করোনা আক্রান্তের সংখ্যার রেকর্ড দিনের পর দিন বেড়েই চলেছে। বাংলায় করোনার প্রকোপ বেড়েই চলেছে। গত চারদিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়িয়ে যাচ্ছে। কিছুদিন আগে এই সংখ্যার কিছুটা হ্রাস হয়েছিল। তবে আবার বাড়তে চলেছে এই সংখ্যা। তবে এদিন সব রেকর্ড ছাপিয়ে ১৫০০-এর গন্ডি পেরিয়ে গেল।
এদিন নতুন করে ১,৫৬০ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস। আশঙ্কায় মেঘ থেকে যাচ্ছে রাজ্যবাসীর মাথার ওপর। দিনের পর দিন বেড়েই চলেছে আতঙ্ক। এই নিয়ে সুপ্রিম নোটিশও পেয়েছে রাজ্য। নতুন করে মৃত্যু হয়েছে ২৬ জনের৷ তবে নতুন করে ছাড়া পেয়েছেন ৬২২ জন৷
১২ জুলাই, শনিবার স্বাস্থ্য দফতরের বুলেটিনে, এখনও পর্যন্ত বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩০,০১৩। যার মধ্যে মারা গেছেন ৯৩২ জন। তবে এখনও পর্যন্ত ১৮,৫৮১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নিঃসন্দেহে সুস্থতার হার ভালোর দিকে। রাজ্যে ৬১.৯০ শতাংশ হারে রোগী সুস্থ হচ্ছেন।
শনিবার থেকে রবিবার সকাল ৯ টা পর্যন্ত ১১,৭০৯ টি টেস্ট হয়েছে৷ ফলে এই পর্যন্ত মোট টেস্ট হয়েছে ৬ লক্ষ ১৭ হাজার ০৭৯ জনের৷ প্রতি মিলিয়নে ৬,৮৫৬ জন৷ যা শতাংশের হিসেবে ৪.৮৬ শতাংশ৷ বর্তমানে রাজ্যে সরকারি ও বেসরকারি মিলিয়ে ৫২টি পরীক্ষাগারে করোনা পরীক্ষা হচ্ছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে ১০,৫০০ জনের৷ রাজ্যের মোট ৮০ টি কোভিড হাসপাতলে ১০,৬৫৭ টি বেড রয়েছে আইসিইউ বেড আছে ৯৪৮টি। ভেন্টিলেটর রয়েছে ৩৯৫টি।
অন্যদিকে, এখনও পর্যন্ত বাংলায় ৬ লক্ষের বেশি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানায় স্বাস্থ্য দফতর। রাজ্যের তরফে প্রতিদিন ১০ হাজার করোনা পরীক্ষা করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তবে সেই লক্ষ্যমাত্রায় ব্যাঘাত ঘটিয়েছে আমফান। তারপরও প্রতিদিনের হিসেবে ৬-৮ হাজার পরীক্ষা করিয়ে আসছে রাজ্য। তারই প্রতিফলন এই ৫ লক্ষের মাইলস্টোন।
প্রসঙ্গত, করোনা রুখতে আগামী ৭ দিনের জন্য ফের রাজ্যে লকডাউন কার্যকর। আজ বিকেল পাঁচটা থেকে এই লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কন্টেনমেন্ট জোনের মধ্যে কোনো যাতায়াত সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হল।