ষষ্ঠদিনে সিবিআইয়ের জেরার মুখে আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ(Sandeep Ghosh)। বুধবার সকাল নটা দশ নাগাদ সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছন তিনি। যদিও এদিন কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারেও তাঁকে তলব করা হয়েছে। দুপুর বারোটার মধ্যে তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি সেখানে যাবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
সেই শুক্রবার থেকে তলব করা শুরু করেছে সিবিআই। টানা ৬ দিন হাজিরা দিচ্ছেন সন্দীপ ঘোষ। এর মাঝে রটে যায় তাঁকে নাকি গ্রেফতার করা হয়েছে। তবে সংবাদমাধ্যমে তিনি নিজেই জানান, এমন কিছু হয়নি। যদিও আর কোনও বিষয়েই সন্দীপ মুখ খোলেননি। গড়ে প্রায় ১১-১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। ঠিক কী কী বিষয়ে সিবিআই তাঁর থেকে জানতে চাইছে তা পরিষ্কার নয়। এদিকে আলাদা করে তাঁকে কলকাতা পুলিশ তলব করেছে।
আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় বিপাকে সন্দীপ ঘোষ। প্রতিদিন তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। এর মাঝেই কলকাতা পুলিশও তাঁরে তলব করেছে। ১২ আগস্ট ‘নৈতিক দায়িত্ব’ নিয়ে আর জি করের অধ্যক্ষ পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন ডাঃ সন্দীপ ঘোষ। সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, “আর অপমানিত হতে পারছি না। লাঞ্ছনা সহ্য করতে পারছি না।” এই সাংবাদিক বৈঠকেই তিনি একাধিকবার নির্যাতিতা চিকিৎসকের নাম উল্লেখ করেন। আর সেই কারণেই সম্ভবত তাঁকে লালবাজার তলব করেছে বলে মনে করা হচ্ছে। বুধবার দুপুর ১২টার মধ্যে হাজিরা দেওয়ার কথা। কিন্তু এদিনও তিনি সিবিআই দপ্তরে এসেছেন। ফলে পুলিশের ডাকে সাড়া দেন কি না সেটাই এখন দেখার।