আরজি করে চিকিৎসক পড়ুয়ার(Doctors protest at cbi office) খুন এবং ধর্ষণের ঘটনায় তোলপাড় গোটা দেশ। হাসপাতালে হাসপাতালে তো বটেই অন্যান্য জায়গাতেও বিক্ষোভে সামিল হচ্ছেন সাধারণ মানুষেরা। চিকিৎসকদের একটা অংশ কর্মবিরতির ডাক দিয়েছে। বিভিন্ন চিকিৎসক সংগঠনগুলো প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছে। সকলের দাবি, ‘বিচার চাই’।
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে তারকারাও। প্রতি দিনই কোনও না কোনও ক্ষেত্রে বিক্ষোভ, প্রতিবাদ মিছিল চলছে। রাজনৈতিক দলগুলোও নিজেদের মতো করে কর্মসূচি করছে। মিছিল আটকাতে পুলিশও বিভিন্ন পদক্ষেপ করছে। পুলিশের সঙ্গে আন্দোলকারীদের খণ্ডযুদ্ধের ছবিও প্রকাশ্যে এসেছে। বুধবার আবার পথে নামছেন চিকিৎসকেরা। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা এ বার সল্টলেকের সিবিআই দফতর থেকে স্বাস্থ্যভবন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে। একটি বিবৃতিতে চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁদের সহকর্মীর ধর্ষণ এবং খুনের বিচারের দাবিতে পূর্ণ শক্তি দিয়ে মিছিল করবেন তাঁরা। মিছিলে যেতে আহ্বান করা হয়েছে সকলকেই।
সকাল ১১টা থেকেই সিবিআই দফতরের সামনে জমায়েত শুরু করেছেন জুনিয়র চিকিৎসকেরা। শুধু তাঁরা নয়, বহু সিনিয়র চিকিৎসকও এসেছেন মিছিলে হাঁটার জন্য। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকা কর্মসূচিতে সমর্থন জানিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। সিজিও কমপ্লেক্সের বাইরে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। পুলিশে পুলিশে ছয়লাপ এলাকা। রয়েছে মহিলা পুলিশও। সিজিওর বাইরে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে।
কলকাতা হাই কোর্টের নির্দেশে আরজি কর-কাণ্ডের তদন্ত করছে সিবিআই। আন্দোলনকারীদের দাবি, সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়ায় গতি আনা হোক। ঘটনার বেশ কয়েক দিন কেটে গিয়েছে। তদন্ত এখন কোন পর্যায়ে তা-ও জানানোর দাবি উঠছে জমায়েত থেকে। সিজিও কমপ্লেক্স থেকেই যে হেতু সিবিআই তদন্ত করছে, তাই বুধবার সেখান থেকেই জমায়েত শুরু সিদ্ধান্ত জুনিয়র চিকিৎসকদের।