আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক তিলোত্তমার নৃশংস মৃত্যুতে (RG Kar Doctor Death Case) পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ফোনে আগেই কথা হয়েছিল….
তরুণী চিকিৎসক তিলোত্তমার নৃশংস মৃত্যুতে (RG Kar Doctor Death Case) পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ফোনে আগেই কথা হয়েছিল নির্যাতিতার পরিবারের সাথে। তবে বুধবার দিল্লি থেকে কলকাতা ফেরার পথে বিমানবন্দর থেকে সোজা তিলোত্তমার বাড়ির সামনে এসে থামে রাজ্যপালের কনভয়। বেশ কিছু সময় নির্যাতিতার বাবা মায়ের সাথে কথা বলেন রাজ্যপাল।
ঘড়ির কাঁটায় তখন পৌঁনে আটটা। পরিবারের সাথে দেখা করে বেরিয়ে আসেন রাজ্যপাল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, “আমি দিল্লি থেকে সরাসরি এখানে এসেছি। মৃতার পরিবারের সাথে কথা হয়েছে। নির্দিষ্ট কিছু বিষয়ের উপর কথা হয়েছে। পরিবারকে পাশে থাকার আশ্বাস দিয়েছি। আজই রাজভবনে গিয়ে মুখ বন্ধ খামে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবো”।
তবে চিঠিতে ঠিক কি লেখা থাকবে তা স্পষ্ট করেননি রাজ্যপাল।
প্রসঙ্গত, আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুনী চিকিৎসক মৃত্যুর (RG Kar Doctor Death Case) ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্যের বর্তমান পরিস্থিতি। ময়নাতদন্তে মৃতার দেহে মিলেছে একাধিক আঘাতের চিহ্ন। যা দেখে অনেকটাই স্পষ্ট ধর্ষণ করে খুন করা হয়েছে তরুণী চিকিৎসকে। ঘটনায় শিহরিত হয়েছে রাজ্য থেকে গোটা দেশ। ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গর্জে উঠেছে সাধারণ মানুষ। রাজ্যসহ দেশের নানানা প্রান্তে চলছে দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি। মুখে মুখে একটাই প্রতিবাদের গর্জন ‘উই ওয়ান্ট জাস্টিস’।