Homeজেলার খবরNabanna: নবান্ন অভিযান ঠেকাতে কম বয়সীদের সামনে রাখার ভাবনা রাজ্যের

Nabanna: নবান্ন অভিযান ঠেকাতে কম বয়সীদের সামনে রাখার ভাবনা রাজ্যের

Published on

নবান্ন(nabanna)অভিযান ঠেকাতে নিরাপত্তা বলয় ঢেলে সাজছে রাজ্য প্রশাসন। আর জি কর-কাণ্ডকে সামনে রেখে আগামী মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘ছাত্র সমাজ’ বলে একটি সংগঠন। প্রশাসনের খবর, সেই অভিযানের দিন রাজ্য প্রশাসনের সদর দফতরের সুরক্ষায় বিপুল সংখ্যায় পুলিশ আসছে রাজ্যের প্রায় সব জেলা থেকে। বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতাও।

প্রশাসনিক সূত্রের খবর, শনিবার থেকেই নবান্ন সংলগ্ন সব এলাকা এমনকি, মূল প্রশাসনিক ভবনের ভিতরেও গোয়েন্দা নজরদারি সর্বোচ্চ পর্যায়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার কী করতে হবে সে ব্যাপারে আগামিকাল, সোমবার হাওড়ারশরৎ সদনে বিশেষ প্রশিক্ষণ হবে পুলিশ কর্মীদের। প্রসঙ্গত, অতীতের নবান্ন অভিযানগুলি ছিল রাজনৈতিক দলের কর্মসূচি। এ বার কোনও রাজনৈতিক পতাকা ছাড়া অভিযানের ডাক দেওয়া হয়েছে।

আর জি কর হাসপাতালের ওই ঘটনার পরে নাগরিক সমাজও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে। তাই এ বার অভিযান ঠেকানো পুলিশের কাছে আরও কঠিন বলেই মনে করছে প্রশাসনের একাংশ।

নবান্নের নির্দেশ, পুলিশ সুপার, ডিসিপি বা কমান্ডান্ট পদমর্যাদার ১৩ জন, অতিরিক্ত পুলিশ সুপার, এডিসিপি পদের ১৫ জন, ডেপুটি পুলিশ সুপার বা এসিপি পদের ২২ এবং ২৬ জন ইনস্পেক্টর নবান্ন অভিযান ঠেকাতে মোতায়েন থাকবেন। তাঁরা শিলিগুড়ি, আলিপুরদুয়ার, নদিয়া, দুই মেদিনীপুর, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, হাওড়া, সুন্দরবন এলাকা থেকে আসছেন।

তার পাশাপাশি র‌্যাফ, ইএফআর, স্ট্রাকো বাহিনীর জওয়ান-সহ প্রায় ২১০০ পুলিশকর্মী নিযুক্ত থাকবেন। তার মধ্যে পর্যাপ্ত মহিলা পুলিশকর্মী মোতায়েনের পরামর্শ দেওয়া হয়েছে। সে দিন দায়িত্বে থাকা পুলিশকর্মীদের বয়স কম, তৎপর, বুদ্ধিমান এবং শারীরিক ভাবে সক্ষমও হতে হবে।

Latest News

Supreme Court: অভিষেক কন্যাকে কটূক্তি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ, সুপ্রিম কোর্টে রায়ে স্বস্তিতে রাজ্য

তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) নাবালিকা মেয়েকে কুরুচিকর মন্তব্যের প্রেক্ষিতে পুলিশ দুই তরুণীকে...

SC Verdict: সংবিধান থেকে ‘সমাজতান্ত্রিক’ ও ‘ধর্মনিরপেক্ষ’ শব্দাবলী সরানো হবে না, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

সোমবার ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট (SC Verdict)। ১৯৭৬ সালে পাশ হওয়া ৪২তম সংশোধনী...

TMC MP: তৃণমূলের কর্মসমিতির বৈঠকে ডাক পেলেন না সাংসদ! নেপথ্যে কি আরজি কর কাণ্ড

সোমবার চারটের সময় তৃণমূলের কর্মসমিতির বৈঠক বসেছে। বৈঠকে দলের সব সাংসদ (TMC MP), বিধায়ক...

Air Pollution: দিল্লির পথে কলকাতা! ক্রমেই বাড়ছে বায়ু দূষণের মাত্রা

দিল্লিতে বায়ু দূষণের (Air Pollution) মাত্রা ক্রমেই বাড়ছে। পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠেছে। দিল্লিতে...

More like this

Supreme Court: অভিষেক কন্যাকে কটূক্তি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ, সুপ্রিম কোর্টে রায়ে স্বস্তিতে রাজ্য

তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) নাবালিকা মেয়েকে কুরুচিকর মন্তব্যের প্রেক্ষিতে পুলিশ দুই তরুণীকে...

TMC MP: তৃণমূলের কর্মসমিতির বৈঠকে ডাক পেলেন না সাংসদ! নেপথ্যে কি আরজি কর কাণ্ড

সোমবার চারটের সময় তৃণমূলের কর্মসমিতির বৈঠক বসেছে। বৈঠকে দলের সব সাংসদ (TMC MP), বিধায়ক...

Air Pollution: দিল্লির পথে কলকাতা! ক্রমেই বাড়ছে বায়ু দূষণের মাত্রা

দিল্লিতে বায়ু দূষণের (Air Pollution) মাত্রা ক্রমেই বাড়ছে। পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠেছে। দিল্লিতে...