Homeজেলার খবরNabanna Avijan: নবান্ন অভিযানের দিন রাস্তায় অমিল বাস, হেঁটেই সেতু পার অনেকের

Nabanna Avijan: নবান্ন অভিযানের দিন রাস্তায় অমিল বাস, হেঁটেই সেতু পার অনেকের

Published on

আর জি কর হাসপাতালে এক চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আজ, মঙ্গলবার নবান্ন অভিযানের(Nabanna Avijan) ডাক দিয়েছে একটি ছাত্র সংগঠন। আর সেই অভিযান ঘিরে গোলমালের আশঙ্কায় শহরের একাধিক রাস্তায় যান চলাচলের উপরে বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য প্রশাসন। হাওড়া, সাঁতরাগাছি, আন্দুলের দিক থেকে যে সব পথ নবান্নের দিকে গিয়েছে, তার অধিকাংশই আজ বেলা বাড়লে বন্ধ করে দেওয়া হতে পারে বলে পুলিশ সূত্রের খবর। সকাল থেকে পুলিশের বিধিনিষেধের আওতায় থাকবে হাওড়া সেতু ছাড়াও দ্বিতীয় হুগলি সেতুর একাধিক র‌্যাম্প।

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং অন্যান্য দূরবর্তী এলাকা থেকে যাঁরা হাওড়া হয়ে কলকাতায় আসবেন, তাঁদের সমস্যার মুখে পড়তে হতে পারে। একই ভাবে, যে সব যাত্রী কলকাতা থেকে দূরপাল্লার ট্রেন বা বাস ধরে দূরবর্তী এলাকায় যাবেন, তাঁদেরও সমস্যার মুখে পড়ার আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বিধিনিষেধের মুখে হাওড়া স্টেশন থেকে কলকাতার দিকে আসা বা কলকাতা থেকে হাওড়ার দিকে যাওয়ার জন্য যাত্রীদের মূলত নির্ভর করতে হবে ইস্ট- ওয়েস্ট মেট্রো এবং গঙ্গায় ফেরি পরিষেবার উপরে। আজ, মঙ্গলবার ফেরি পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন রাজ্য পরিবহণ নিগমের শীর্ষ আধিকারিকেরা। সকালের দিকে রাস্তায় পুলিশি বিধিনিষেধ চালু হওয়ার আগে পর্যন্ত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একাধিক বাস বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসবে। ফলে, ভোর থেকে বেলার মধ্যেই জরুরি কাজে বেরোনো যাত্রীদের কলকাতায় এনে ফেলার চেষ্টা চালাচ্ছে সব ক’টি পরিবহণ নিগম।

সূত্রের খবর, বেলা বাড়লে রাস্তা বন্ধ করার ক্ষেত্রে পুলিশি নির্দেশিকার সঙ্গে সাযুজ্য রেখে বাসের পরিষেবাও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পথে ঘুরিয়ে দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে হাওড়া এবং সাঁতরাগাছি ছুঁয়ে চলা সরকারি পরিবহণ নিগমের একাধিক বাস বি বা দী বাগ বা ডালহৌসি এলাকা থেকে কলকাতা, সল্টলেক, নিউ টাউন, ই এম বাইপাস, কামালগাজি অভিমুখে চালানো হতে পারে। বিপরীতে, ওই সব গন্তব্য থেকে আসা যাত্রীরা যাতে বি বা দী বাগ থেকে মেট্রো বা ফেরি পরিষেবা ব্যবহার করে মসৃণ ভাবে হাওড়া পৌঁছতে পারেন, সেই ব্যবস্থাও রাখা হচ্ছে বলে খবর।

মঙ্গলবারের নবান্ন অভিযানের জন্য আঁটসাঁট নিরাপত্তা পুলিশের। হাওড়া স্টেশনে প্রায় অমিল বাস। চলছে হাতেগোনা কয়েকটি সরকারি এবং বেসরকারি বাস। হাওড়া সেতুর উভয়মুখী রাস্তার দু’পাশে দাঁড়িয়ে পুলিশের ভ্যান। এই অবস্থায় বৃষ্টি মাথায় নিয়েই হাওড়়া সেতু ধরে হাঁটছেন অনেক। সড়কপথে গন্তব্যে পৌঁছতে না পেরে অনেক যাত্রীই মেট্রো ধরে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন। হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রোয় অন্য দিনের তুলনায় অনেকটাই বেশি ভিড় রয়েছে মঙ্গলবার। সকাল সাড়ে ১০টা থেকে অতিরিক্ত ভিড়ের কারণে এসপ্ল্যানেডমুখী বহু মেট্রোর স্বয়ংক্রিয় দরজা বন্ধ করা সম্ভব হচ্ছে না। ফলে মেট্রো ছাড়তেও বিলম্ব হচ্ছে। এই পরিস্থিতিতে মেট্রো কর্তৃপক্ষের তরফে যাত্রীদের দরজা ছেড়ে ভিতরে ঢোকার অনুরোধ করা হচ্ছে। টিকিট কাউন্টারগুলিতেও লম্বা লাইন। মেট্রোর কর্মীরা ভিড় সামলাতে কার্যত নাকানিচোবানি খাচ্ছেন। বহু লোক ঝামেলা এড়ানোর জন্য মেট্রো ধরছেন।

Latest News

Price Hike: আলু রফতানিতে নিষেধাজ্ঞা! দাম কমার আশায় মধ্যবিত্ত বাঙালিরা

মুখ্যমন্ত্রীকে না জানিয়েই ভিন রাজ্যে পাঠানো হচ্ছিল আলু (price hike)। তার জেরেই হু হু...

IND vs AUS: ভারতের ব্যাটিংয়ে ধস, অজিদের কোমর ভেঙে দিলেন অধিনায়ক বুমরা

শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার (IND vs AUS) মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট...

IPL: আইপিএলের আগামী তিন আসরের সূচি প্রকাশ্যে

আসন্ন আইপিএলের (IPL) নিলাম অনুষ্ঠিত হয়নি এখনও। আগামী ২৪ ও ২৫ মে সৌদি আরবের...

Gyanvapi case: জ্ঞানবাপি মামলায় সুপ্রিম কোর্টের বড় রায়, মুসলিম পক্ষকে নোটিশ, ১৪ দিনের মধ্যে সিদ্ধান্ত?

শুক্রবার সুপ্রিম কোর্ট জ্ঞানবাপি মসজিদ (Gyanvapi case) পরিচালনা কমিটি এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে...

More like this

Price Hike: আলু রফতানিতে নিষেধাজ্ঞা! দাম কমার আশায় মধ্যবিত্ত বাঙালিরা

মুখ্যমন্ত্রীকে না জানিয়েই ভিন রাজ্যে পাঠানো হচ্ছিল আলু (price hike)। তার জেরেই হু হু...

TMC Leaders: শুদ্ধিকরণের পথে দল! গ্রেফতার তৃণমূলের দুই প্রভাবশালী নেতা

মুখ্যমন্ত্রী নবান্নে বৃহস্পতিবার বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন (TMC Leaders)। এরপরেই তড়িঘড়ি  বারাবনির এসআই-কে...

Calcutta High Court: আপাতত ভাঙা যাবে না মন্দারমনির হোটল! বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের

হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে সাময়িক স্বস্তিতে  মন্দারমনির হোটেল মালিকরা। জেলা শাসকের হোটেল ভাঙার...