আরজি কর হাসপাতালে ধর্ষিতা ও খুন হওয়া চিকিৎসকের প্রতি তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবস উৎসর্গ করলেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। পাশাপাশি, সারা দেশে যত মহিলা নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের সকলের প্রতি দুঃখপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। ছাত্র-যুবদের উদ্দেশে সামাজিক দায়িত্ব পালনেরও বার্তা দিয়েছেন মমতা।
বুধবার টিএমসিপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেয়ো রোডে সমাবেশ রয়েছে। সেই সমাবেশে থাকার কথা মমতার। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একই মঞ্চে থাকবেন বলে খবর। তার আগে সকালে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করেন মমতা। সেখানে তিনি লেখেন, ‘‘আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসটিকে আমি উৎসর্গ করছি আমাদের সেই বোনটিকে, যাঁকে আমরা কয়েক দিন আগে আরজি কর হাসপাতালে মর্মান্তিকভাবে হারিয়ে শোকাহত।’’ নির্যাতিতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আরও একবার দ্রুত বিচারের দাবিতে সরব হয়েছেন তৃণমূলনেত্রী। তাঁর পোস্ট, ‘‘আরজি করে আমাদের সেই যে বোনকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল, তাঁর পরিবারের প্রতি আন্তরিকতম সমবেদনা জানিয়ে এবং দ্রুততম গতিতে সেই ঘটনার সুবিচার চেয়ে, সেই সঙ্গে সারা ভারতে সকল বয়সের যত নারী যেখানে যত অমানসিক ঘটনার শিকার হয়েছেন, তাঁদের সকলের জন্য আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে আমাদের দুঃখ জ্ঞাপন করি।’’
আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসটিকে আমি উৎসর্গ করছি আমাদের সেই বোনটিকে, যাঁকে আমরা কয়েক দিন আগে আর জি কর হাসপাতালে মর্মান্তিকভাবে হারিয়ে শোকাহত।
আর জি করে আমাদের সেই যে বোনকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল, তাঁর পরিবারের প্রতি আন্তরিকতম সমবেদনা জানিয়ে এবং…
— Mamata Banerjee (@MamataOfficial) August 28, 2024
গত ৯ তারিখ কলকাতার বুকে ঘটে গিয়েছে এক মর্মান্তিক ঘটনা। কর্তব্যরত অবস্থায় আর জি কর হাসপাতালের। সেমিনার রুমে ধর্ষণের শিকার হয়ে খুন হতে হয়েছে তরুণী চিকিৎসককে। সেই ঘটনার তদন্তভার এখন সিবিআইয়ের হাতে। তবে তেমন কোনও অগ্রগতি হয়নি এখনও পর্যন্ত। তরুণী চিকিৎসকের এমন নারকীয় পরিণতিতে গর্জে উঠেছে সবমহল। জুনিয়র চিকিৎসকরা দীর্ঘদিন কর্মবিরতি পালন করেছেন সুবিচারের দাবিতে। প্রায় রোজই প্রতিবাদে পথে নামছেন কেউ না কেউ। এই মুহূর্তে রাজ্যের অনেক ঘটনাই আবর্তিত হচ্ছে আর জি কর নিয়ে। এই পরিস্থিতিতে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস তাঁরই উদ্দেশে উৎসর্গ করে বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।.