নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: দলে একজনই নেত্রী। বাকি সবাই কর্মী। মঙ্গলবার ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় যোগ দিতে বাঁকুড়ায় এসে একথাই স্পষ্ট করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও দলের জেলা অবজার্ভার, রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিন রবীন্দ্র ভবনে দলের সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, করোনা পরিস্থিতির কারণে এবার ওই দিন কোন সমাবেশ হচ্ছে না। রাজ্যের প্রতিটি বুথের পাশাপাশি বাঁকুড়ার সব কটি বুথে দলীয় পতাকা উত্তোলন ও শহিদ বেদীতে মাল্যদান করা হবে।
পরে দুপুর ২ টো থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সরাসরি দেখানোর ব্যবস্থা করা হবে বলে জানান শুভেন্দু বাবু। এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, ‘‘আমাদের দলের এতো টাকা নেই যে সব বুথে এলইডি লাগাব। স্মার্ট ফোন ও টিভির মাধ্যমেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কর্মীরা শুনবেন।’’
সম্প্রতি রানীবাঁধে তৃণমূলের গোষ্ঠী কোঁদল ও বিধায়ক জ্যোৎস্না মাণ্ডির বিরুদ্ধে দলের একাংশের নেতাদের ক্ষোভ ও এসডিপিওর কাছে অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ‘স্পিকটি নট’ শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, ‘‘কে অভিযোগ করেছে? আগে আমার কাছে অভিযোগ আসুক, তখন দেখবো।’’
দলের তরফে বাঁকুড়ার তিন নেতাকে ‘শোকজ’ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরও দিতে রাজি হননি এই শীর্ষ স্থানীয় তৃণমূল নেতা। এই প্রশ্নের উত্তর তৃণমূল বাঁকুড়া জেলা সভাপতি শুভাশীষ বটব্যাল দেবেন বলেই জানিয়ে দেন তিনি।