প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শিবলিঙ্গের ওপর বসে থাকা বিচ্ছুর সঙ্গে তুলনা করার অভিযোগে কংগ্রেস সাংসদ শশী থারুরের বিরুদ্ধে দায়ের করা মামলার (Defamation case against Tharoor) শুনানিতে স্থগিতাদেশ দিতে অস্বীকার করল দিল্লি হাইকোর্ট। বিচারপতি অনুপ কুমার মেহেন্দিরট্টার বেঞ্চও থারুরকে তলব করার আদেশ বাতিল করতে অস্বীকার করে।
হাইকোর্ট ২০২০ সালের ১৬ অক্টোবর ট্রায়াল কোর্টের কার্যক্রম (Defamation case against Tharoor) স্থগিত করেছিল। আদালত এই মামলায় অভিযোগকারী রাজীব বব্বরকে নোটিশ জারি করেছিল। রাউজ অ্যাভিনিউ কোর্ট ২০১৮ সালের ১৬ নভেম্বর বিষয়টি আমলে নিয়েছিল। রাউজ অ্যাভিনিউ আদালত ২০১৯ সালের ২৭শে এপ্রিল শশী থারুরের বিরুদ্ধে সমন জারি করেছিল। ২০১৯ সালের ৭ই জুন আদালত শশী থারুরকে জামিন দেয়।
VIDEO | Here’s what senior advocate Pinky Anand, counsel of BJP leader Rajiv Babbar, said on Delhi High Court refusing to quash the criminal defamation proceedings in a complaint lodged by Babbar against Shashi Tharoor in 2020.
“Today the Delhi HC has passed a fairly long… pic.twitter.com/3B0xMEPnJQ
— Press Trust of India (@PTI_News) August 29, 2024
শশী থারুর আদালতকে (Defamation case against Tharoor) বলেন যে তাঁকে যে সমন পাঠানো হয়েছে তা ভুল। শুনানির সময়, শশী থারুরের পক্ষে উপস্থিত প্রবীণ আইনজীবী কপিল সিবাল ট্রায়াল কোর্টে কার্যক্রম স্থগিত করার আবেদন করেছিলেন। তিনি বলেন, ‘শশী থারুরের বিরুদ্ধে রাজীব বাব্বরের আবেদন মিথ্যা।
বিজেপি নেতা রাজীব বব্বর রাউজ অ্যাভিনিউ আদালতে এই পিটিশন দায়ের (Defamation case against Tharoor) করেন। বব্বর তাঁর আবেদনে বলেছেন, শশী থারুর বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘শিবলিঙ্গের বিচ্ছূ “বলে অভিহিত করেছিলেন, যা হাত বা চপ্পল দিয়ে সরানো যায় না। তিনি বলেন, শশী থারুরের বক্তব্য কোটি কোটি মানুষের অনুভূতিতে আঘাত করেছে। পিটিশনে থারুরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে।