নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: বুধবার মাধ্যমিকের ফল প্রকাশিত হল। সেখানে রাজ্যের তৃতীয় স্থান অর্জন করেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরার বাসিন্দা দেবস্মিতা মহাপাত্র। দেবস্মিতা পূর্ব মেদিনীপুর জেলার ভবানীচক হাই স্কুলের ছাত্রী। মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৬৯০। গোটা রাজ্যে দেবস্মিতা মেয়েদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।
ইতিমধ্যে দেবস্মিতার সাফল্যের খবর গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে৷ এলাকায় এখন উৎসব মেজাজ৷ দেবস্মিতার মা স্বপ্না কোটাল এগরা ভবানীচক হাইস্কুলে শিক্ষিকা ও বাবা দেবাশীষ মহাপাত্র বনমালী চট্ট হাইস্কুলের ভূগোলের শিক্ষক৷ দেবস্মিতার দাদা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ইংলিশ অনার্স নিয়ে পড়ছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার নয়, আগামী দিনে দেবস্মিতা মনোবিদ হিসেবে নিজেকে দেখতে চায়। একাদশ শ্রেণীতে দেবস্মিতা বিজ্ঞান বিভাগে ভরতি হওয়ার প্রস্তুতি নেবে৷
মাধ্যমিকের পরীক্ষা দিয়ে আসার পরই বাবা-মাকে আগে থেকেই বলে রেখেছিল ফল ভালো হবে৷ কিন্তু তাই বলে মেয়েদের মধ্যে প্রথম এবং মেধা তালিকায় তৃতীয় হবে সেটা একেবারেই ভাবতে পারেনি সে। দেবস্মিতা বলেন, “এত বড় সাফল্য পাবো আমি ভাবতেই পারিনি। আগামী দিনে বিজ্ঞান বিভাগে পড়ার ইচ্ছে রয়েছে। আমার সাফল্যের পেছনে বাবা- মা- দাদা সহ সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের বিশাল বড় অবদান রয়েছে।’’
দিনে সাত থেকে আট ঘণ্টা পড়াশোনা করত দেবস্মিতা। সাতটি বিষয়ের মধ্যে প্রত্যেকটিতে গৃহশিক্ষক থাকলেও ভূগোল নিজের বাবা-মায়ের কাছেই পড়েছে। দেবস্মিতা মায়ের স্কুল ভবানীচক হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করলেও উচ্চমাধ্যমিকের জন্য অন্য স্কুলে ভরতি হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভবানীচক হাই স্কুলের ছাত্রীর এত বড় সাফল্যে খুশি স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও৷