রাহুল রায়, মালদহঃ যমজ দুই বোন। শখ,আহ্লাদ থেকে পড়াশুনো সবই একসাথে।আলাদা পোশাক না পড়লেও বোঝার উপায় নেই কে কোন জন।এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে একসঙ্গে। বিভিন্ন বিষয়ে আলাদা আলাদা নম্বর হলেও দুজনের প্রাপ্ত নম্বরও জমজ অর্থাৎ তাদের মোট প্রাপ্ত নম্বর ৫৩৮।

বাড়ি মালদহ শহরের পিরোজপুর সিঙ্গাতলা এলাকায়। তারা পড়াশোনা করে মালদহ গার্লস হাই স্কুলে৷ ফলাফল প্রকাশের পর খবর যায় স্কুলের শিক্ষিকাদের কাছে৷ তাঁরাও এই খবর শুনে খুশি হয় এবং অবাক হয়ে যায়। এই ধরনের ঘটনা কখনও শোনা যায়নি।
জমজ মেয়ে এবং পরীক্ষার রেজাল্ট সমান সমান রাজ্যের মধ্যে এই ঘটনা খুবই বিরল। প্রাচী এবং প্রাপ্তির মা জানায়, দুজনেই একসঙ্গে পড়াশোনা করত৷ সেই সঙ্গে খেলাধূলা ও আবৃত্তিতেও করত দুই বোন৷ তাঁদের পরীক্ষার সিট পড়েছিল কৃষ্ণ মোহন বালিকা বিদ্যালয়ে একজন দোতলা ঘরে আর একজন নিচ তলায় পরীক্ষা দিয়েছে৷ বিভিন্ন বিষয়ে আলাদা আলাদা নম্বর পেলেও মোট ৫৩৮ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে।