সোমবার জম্মু ও কাশ্মীরের জম্মু দরবারের কাছে সুঞ্জুওয়ান সেনা শিবিরে সন্ত্রাসবাদীদের (Terrorist Attack) হামলায় অন্তত একজন সেনা আহত হয়েছেন। ৩৬টি ইনফ্রা ব্রিগেড দ্বারা পরিচালিত ক্যাম্পের প্রহরী চৌকি এলাকার কাছে এই হামলাটি ঘটে। সূত্র জানায়, জঙ্গিদের (Terrorist Attack) ধরতে এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।
গত সপ্তাহে ৩১ আগস্ট, নিরাপত্তা বাহিনী জম্মু ও কাশ্মীরের বান্দিপুরা জেলার গুরেজ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর অনুপ্রবেশের (Terrorist Attack) চেষ্টা ব্যর্থ করে। এলওসি বেড়ার কাছে সন্ত্রাসবাদীদের গতিবিধি লক্ষ্য করার পর অনুপ্রবেশকারী সন্ত্রাসবাদী এবং ভারতীয় সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়।
গত সপ্তাহে, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর দুটি পৃথক এনকাউন্টারে কমপক্ষে তিন সন্ত্রাসী (Terrorist Attack) নিহত হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস জানিয়েছে, কুপওয়ারার মাছিল সেক্টরে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই জঙ্গি নিহত হয়েছে, অপরদিকে কুপওয়ারার তাংধার সেক্টরে আরেক জঙ্গি নিহত হয়েছে।