খোদ কলকাতায় জবরদখল! অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে কলেজ স্ট্রিটের(College Street) সংলগ্ন একটি বইয়ের দোকানের সঙ্গে হাত মিলিয়ে এক অভিজাত ব্যবসায়ী দ্বিতল এক বইয়ের দোকানে তাঁর ব্যবসা চালাচ্ছেন। শুধু তাই নয়, সংশ্লিষ্ট বইয়ের দোকানের বাড়িওয়ালাকে কার্যত হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। কলকাতা কর্পোরেশন এবং পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি। উপরন্তু দীর্ঘদিন ধরেই ওই অভিযুক্ত ব্যবসায়ী তাঁর ‘গোপন ব্যবসা’ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ।
অভিযোগ বঙ্কিম চট্টোপাধ্যায় স্ট্রিটে একটি তিনতলা বাড়ির প্রথম এবং দ্বিতীয় তলায় একটি অভিজাত বইয়ের দোকানের সঙ্গে চুক্তিভিত্তিক মাসিক ভাড়ার কথা হয়েছিল ওই বাড়ির মালিকের। ঘটনাটি কলকাতা পুরসভার ৪০ নম্বর ওয়ার্ডের। কিন্তু ওই বইয়ের দোকানের মালিক বেশ কিছুদিন যাবৎ বাড়িভাড়া দিতে পারছিল না অভিযোগ শুধু তাই নয় তাঁদের ব্যবসা সংক্রান্ত মামলামোকাদ্দমা চলছিল। এই সময়ে বিজয় আগরওয়াল নামে এক ব্যবসায়ী অসাধু উপায়ে ওই দোকানের মালিকের সঙ্গে হাত মিলিয়ে ওই জায়গা দখল করে বলে অভিযোগ। ওই অভিযুক্ত ব্যবসায়ী ওই জায়গায় বাড়ি মালিকেকে না জানিয়েই বিভিন্ন কাজ করেছেন বলে জানিয়েছে ওই বাড়ির মালিক।
মৌখিক উপায়ে এই জবরদখল আটকাতে না পেরে, বাড়ির মালিক থানার দারস্ত হয়েও সমস্যার সমাধান পাইনি। শুধু তাই নয় কলকাতা হাইকোর্টের নির্দেশকেও বুড়ো আঙুল দেখিয়ে আসাধু উপায়ে ওই ব্যবসায়ী সেইখানে এক ব্যবসা চালাচ্ছেন বলে অভিযোগ। কলকাতা কর্পোরেশনের নোটিশকেও পাত্তা দেওয়া হয়নি বলে জানা গিয়েছে। আরও অভিযোগ, বাড়ির মালিককে ক্রমাগত হুমকিও দেওয়া হচ্ছে। যদিও অভিযুক্ত ব্যবসায়ীকে ফোন করা হলে তিনি উত্তর দেননি।