আরজি কর ইস্যুতে প্রতিবাদের ঝড় অব্যাহত। এরই মাঝে আন্দোলনের পদ্ধতি পরিবর্তনের পক্ষে জোর সওয়াল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) । এবার বাংলার মানুষকে নেতাজি সুভাষচন্দ্র বোসের দেখানো পথে আন্দোলনে নামার বার্তা দিলেন শুভেন্দু।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের পাশাপাশি তাঁর নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করতে হলে আমার মনে হয় নেতাজি সুভাষচন্দ্র বোসের দেখানো পথেই এবার গণ আন্দোলন, গণ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’’ বর্তমান পরিস্থিতিতে শান্তি ও অহিংস আন্দোলনের পথ ছেড়ে নেতাজির পথেই বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একমাত্র বিকল্প পথ বলে মত বিরোধী দলনেতার। মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় নিশানা করে শুভেন্দু এও বলেন, ‘‘জনমত অত্যন্ত তীব্র। জনরোষ বাড়ছে। গণতান্ত্রিক আন্দোলনের পদ্ধতি পরিবর্তনের প্রয়োজন আছে। নারী নির্যাতন, ধর্ষণ ও খুন অন্য অত্যাচারের ঘটনার থেকে আলাদা। আরজি করের ঘটনা সরকারি ধর্ষণ ও খুনের ঘটনা।’’
গত ২৭ তারিখ ছাত্র যুব সমাজ নবান্ন অভিযানকে সামনে রেখে যে আন্দোলন দেখিয়েছে, আগামী দিনে আরজি করের ঘটনার বিচার এবং মহিলাদের সুরক্ষার জন্য আন্দোলনের ঝাঁঝ আরও তীব্র করার ডাক দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আরজি করের নির্যাতিতা চিকিৎসকের দেহ তড়িঘড়ি যেভাবে সৎকার করা হয়েছে, পুলিশ কমিশনারকে দিয়ে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এর থেকেই প্রমাণিত যে এই সরকার ঘটনার বিচার চাইছে না।’’
পাশাপাশি শাসক দল তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রীর বিচারের দাবিতে পথে নামাকেও চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে জুনিয়র চিকিৎসক ফ্রন্টের আবেদনে সাড়া দিয়ে মোমবাতি নিয়ে বুধবার রাতে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়ে হাওড়ার উলুবেড়িয়াতে এদিন শুভেন্দু বলেন, ‘‘আরজি কর ইস্যুতে তৃণমূল কংগ্রেসের একটা বাক্য তো দূরের কথা, একটা শব্দও উচ্চারণ করার কোনও অধিকার নেই। বাংলার মানুষের এখন একটাই দফা ও দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ।’’