ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের জন্য মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হয়েছে। এবারের ব্যালন ডি’অরের লড়াইয়ে এগিয়ে রাখা হচ্ছে ভিনিসিয়ুস জুনিয়রকে। তবে আরেক ব্রাজিলিয়ান রদ্রিগো এই তালিকায় না থাকায় বিস্মিত হয়েছেন নেইমার (Neymar)। সোশ্যাল মিডিয়ায় পোস্টে নিজের বিস্ময় গোপনও করেননি ব্রাজিল সুপারস্টার।
গত বুধবার ঘোষিত তালিকায় (Neymar) রদ্রিগো ছাড়াও স্থান পাননি চমক জাগানিয়া কিছু নাম। যেখানে রয়েছেন রেকর্ড ৮ বারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি। বহু বছর পর ব্যালন ডি’অরের তালিকা মেসির ঠাঁই হলো না। ইনজুরির কারণে ঘরোয়া এবং আন্তর্জাতিক ফুটবলে গত কয়েকমাস ধরেই তিনি ম্লান। বিপরীতে রদ্রিগো মূলত আলো ছড়িয়েছেন ক্লাব ফুটবলেই।
গত মরশুমের রিয়ালের হয়ে সব মিলিয়ে ৫১ ম্যাচ খেলা রদ্রিগো গোল করেছেন ১৭টি। আর সতীর্থদের দিয়ে করিয়েছেন ৯টি গোল। রিয়াল মাদ্রিদের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই নেইমার তার ইনস্টাগ্রাম স্টোরিতে (Neymar) রিয়াল ফরোয়ার্ডের ছবি দিয়ে লিখেছেন, ‘অবশ্যই শীর্ষ পাঁচে থাকার যোগ্য’। অন্যদিকে রদ্রিগোও হতাশা ব্যক্ত করেছেন সোশ্যাল মিডিয়ায় নিজের কিছু সাফল্যের ছবি পোস্ট করে।