Homeজেলার খবরRg Kar Protest: প্রতিবাদ মিছিলেও যৌন হেনস্থার অভিযোগ

Rg Kar Protest: প্রতিবাদ মিছিলেও যৌন হেনস্থার অভিযোগ

Published on

আর জি কর-কাণ্ডের প্রতিবাদে(Rg kar protest) বিচারের দাবিতে পথে নেমেছেন মানুষ। অথচ, সেখানেও মহিলাদের অসম্মান করার ঘটনা বাদ গেল না। বুধবার রাতে শহর ও শহরতলির একাধিক জায়গায় প্রতিবাদ মিছিল চলাকালীনই মহিলারা হেনস্থার শিকার হলেন। ওই সব ঘটনায় কয়েক জনকে গ্রেফতারও করে পুলিশ।

বারাসতের ডাকবাংলো মোড়ে মা ও মায়ের বান্ধবীর দিকে কুৎসিত অঙ্গভঙ্গি করতে দেখে তার প্রতিবাদ করায় মত্ত ব্যক্তির হাতে আক্রান্ত হন ছেলে। অভিযোগ পেয়ে পুলিশ আশিস কর্মকার নামে এক জনকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ডাকবাংলো মোড়ে রাত ১০টা নাগাদ সেই জমায়েতে এসেছিলেন বাদুড়িয়া থানা এলাকার বাসিন্দা এক মহিলা, তাঁর বান্ধবী ও ছেলে। ফেরার পথে দক্ষিণপাড়া মোড়ের কাছে তাঁদের উদ্দেশে এক ব্যক্তি অশালীন মন্তব্য ও অঙ্গভঙ্গি করে বলে অভিযোগ। প্রতিবাদ করলে ওই মহিলার ছেলেকে মারধর করে সে। ছেলেকে বাঁচাতে গিয়ে নিগৃহীতা হন মা-ও। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে।

রাত দখলের মিছিল চলাকালীন কলকাতা পুলিশের নেতাজিনগর থানা এলাকাতেও হেনস্থার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পুলিশ সূত্রের খবর, গড়িয়া মোড়ের কাছে ‘রাত জাগা’ কর্মসূচির সময়ে এক মহিলার উদ্দেশে কটূক্তি করার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। আন্দোলনকারীরা ওই যুবককে ধরে ফেলে মারধর করেন। খবর পেয়ে পুলিশ পৌঁছে অভিযুক্তকে সরিয়ে নিয়ে যেতে গেলে উত্তেজিত জনতা ক্ষোভে ফেটে পড়ে। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। নেতাজিনগর থানার ওসি-সহ বাহিনীর সামনেই পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।

বুধবার রাত দখল কর্মসূচি ঘিরে বারাসতের কলোনি মোড়ে তুলকালাম হয়। অভিযোগ, বারাসত-কৃষ্ণনগর রোডের কলোনি মোড় থেকে টেনেহিঁচড়ে আন্দোলনকারীদের গ্রেফতার করে পুলিশ। পুলিশের বিরুদ্ধে মহিলা ও শিশুদের মারধর করার অভিযোগ উঠেছে। ১৮ জনকে পুলিশ গ্রেফতার করলেও বৃহস্পতিবার বারাসত আদালতে সকলেই জামিন পান। বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি বলেন, ‘‘দীর্ঘক্ষণ অবস্থানের কারণে জাতীয় সড়ক স্তব্ধ হয়ে যায়। আন্দোলনকারীদের রাস্তার এক দিক খালি করতে অনুরোধ করলেও তাঁরা শোনেননি।’’ তাই বারাসতের এসডিপিও, থানার ওসির নেতৃত্বে পুলিশের বড় বাহিনী গিয়ে আন্দোলনকারীদের টেনেহিঁচড়ে পুলিশের গাড়িতে তুলে দেয়।

সোনারপুরের প্রসাদপুর এলাকায় বৃহস্পতিবার স্কুল থেকে ফেরার পথে কয়েক জন ছাত্র-ছাত্রীকে হেনস্থা, মারধরের অভিযোগ উঠেছে এলাকার কিছু মত্ত যুবকের বিরুদ্ধে। পড়ুয়াদের একাংশের দাবি, মিছিলে হাঁটার কারণে তাদের হেনস্থা করা হয়েছে। অভিযুক্তদের খোঁজ করছে পুলিশ।

Latest News

TMC Councillor: ফের তৃণমূল কাউন্সিলরের ওপর দুষ্কৃতী হামলা! এবার বাড়িতে ঢুকে…

কসবায় তৃণমূল কাউন্সিলের (TMC Councillor) ওপর হামলার রেশ কাটেনি। তাঁকে (TMC Councillor) বাড়ির সামনে...

Police: মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরেই বড় সিদ্ধান্ত! রাতেই সাসপেন্ড মনোরঞ্জন মণ্ডল

পুলিশ (Police) অফিসারদের একাংশ টাকা খেয়ে চুরি করে। বৃহস্পতিবার বৈঠকে এমনই দাবি করেছিলেন খোদ...

Telecom New Rule: ১ জানুয়ারি থেকে বদলে যাবে টেলিকমের এই নিয়ম, সরাসরি প্রভাব সমস্ত নেটওয়ার্কে

সরকার সময়ে সময়ে টেলিযোগাযোগের নিয়মগুলি (Telecom New Rule) সংশোধন করে। টেলিকম আইনে কিছু নিয়ম...

Arpita Mukherjee: মায়ের মৃত্যু! নিয়োগ কাণ্ডে অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়ের পাঁচ দিনের প্যারলে মু্ক্তি

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) মা।...

More like this

TMC Councillor: ফের তৃণমূল কাউন্সিলরের ওপর দুষ্কৃতী হামলা! এবার বাড়িতে ঢুকে…

কসবায় তৃণমূল কাউন্সিলের (TMC Councillor) ওপর হামলার রেশ কাটেনি। তাঁকে (TMC Councillor) বাড়ির সামনে...

Police: মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরেই বড় সিদ্ধান্ত! রাতেই সাসপেন্ড মনোরঞ্জন মণ্ডল

পুলিশ (Police) অফিসারদের একাংশ টাকা খেয়ে চুরি করে। বৃহস্পতিবার বৈঠকে এমনই দাবি করেছিলেন খোদ...

Arpita Mukherjee: মায়ের মৃত্যু! নিয়োগ কাণ্ডে অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়ের পাঁচ দিনের প্যারলে মু্ক্তি

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) মা।...