আরজিকর কাণ্ডে উত্তাল বাংলার। আরজি করের ঘটনায় বার বার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে টলিপাড়ার অস্বস্তি আরও কয়েকগুন বাড়িয়ে যৌনহেনস্তার অভিযোগে পরিচালক তথা অভিনেতা অরিন্দম শীলকে (Arindam sil) সাসপেন্ড করে ডিরেক্টর গিল্ড। তাঁর বিরুদ্ধে এক অভিনেত্রী যৌন হেনস্তার অভিযোগ করেছেন। মহিলা কমিশনে অরিন্দম শীল লিখিতভাবে ক্ষমা চান বলে জানা গিয়েছে।
অরিন্দম শীলের (Arindam sil) বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ জানিয়ে এক অভিনেত্রী মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছিলেন। সেখানে অরিন্দম শীল ও অভিনেত্রী মুখোমুখি বসিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরেই মহিলা কমিশনের তরফে অরিন্দম শীলকে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়। অরিন্দম শীল লিখিতভাবে ক্ষমাও চান। সেই লিখিত চাওয়ার প্রেক্ষিতে ডিরেক্টর গিল্ড তাঁকে সাসপেন্ড করেন। একদিকে পরিচালক অরিন্দম শীল আরজি করে নির্যাতিতার বিচার চেয়ে রাস্তায় নেমেছিলেন। অন্যদিকে, সেই অরিন্দম শীলের বিরুদ্ধে যৌনহেনস্তার অভিযোগ উঠেছে। যার জেরে বেশ অস্বস্তিতে টলিউড। অন্যদিকে, অনেক অভিনেত্রী অরিন্দম শীলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য করেছেন।
এই প্রসঙ্গে অরিন্দম শীল বলেন, “ডিরেক্টর গিল্ড আমার কাছে কী হয়েছে জানতে চায়নি। শুধু লিখিত ক্ষমা চাওয়ার পর আমাকে সাসপেন্ড করে। কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে মেয়েটির সঙ্গে খারাপ কিছু করিনি। শুটিংয়ে একটি দৃশ্য ছিল অভিনেতা বসে থাকবেন আর নায়িকা তাঁর কোলে বসে তাঁকে কাছে টেনে চুমু খাবেন। স্ক্রিপ্টে লিপলক লেখা ছিল। কিন্তু অভিনেতা সেটিতে স্বচ্ছন্দ ছিলেন না। সেই কারণে আমি বাদ দিয়ে দিই। শিল্পীরা আমাকে করে দেখাতে বলেন। সেই কারণেই আমি অভিনেত্রীকে বললাম কোলে বসার জন্য, এটাও বলি ভিতর দিকে বসিস না, হাঁটুর উপর বসবি। তুই মুখটা ভিতরে ঢুকিয়ে রাখবি যাতে মনে হয় তুই অভিনেতার ক্লোজড হচ্ছিস। দৃশ্যটা বোঝাতে গিয়ে আমার মুখটা ওর গালে ঠেকে যায়। তাতে অভিনেত্রীর মনে হয়েছে আমি চুমু খাচ্ছি। এই কারণে আমার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ নিয়ে আসা হয়েছে।”