ফের মেয়েদের রাত দখলের ডাক। ৯ আগস্ট আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুনের ঘটনায় অপরাধীর শাস্তি ও বিচারের দাবিতে (Protest for RG Kar) প্রথম ‘মেয়েরা রাত দখল করো’ কর্মসূচি ডাক দেওয়া হয়। আর যার ডাকে ১৪ আগস্ট পথে নেমেছিল অগণিত প্রতিবাদী মুখ তিনি রিমঝিম সিংহ। রিমঝিমের পোস্ট করা, “মেয়েরা রাত দখল করো” ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। সাড়াও মিলেছে যথেষ্ট। মহিলা থেকে পুরুষ প্রতিবাদীর গর্জনে বদলে গেছিল স্বাধীনতা দিবসের প্রাক্কালে সেই রাতের চেহারা।
আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে (Protest for RG Kar) পথে নেমেছে শিল্পী, ছাত্রছাত্রী, আইনজীবি, চিকিৎসক থেকে সাধারণ মানুষ। বিচারের দাবিতে নিজেদের মতো করে এলাকায় প্রতিবাদ জানিয়েছে প্রতিবাদীরা। কলকাতার পাশাপাশি রাজ্যের উত্তর থেকে দক্ষিণ এমনকি দেশের বাইরেও আওয়াজ উঠেছে ‘তিলোত্তমার বিচার চাই’। এবছর সিদ্ধিদাতা গণেশ পুজোর প্যান্ডেলে ফুটে উঠেছে তিলোত্তমা সুবিচারের দাবি।
শুক্রবার সাংবাদিক বৈঠক করে রিমঝিমরা জানান, আগামী ৮ সেপ্টেম্বর রাতে সকলে পথে নামবে আবার। আগামী সোমবার সুপ্রিমকোর্টে তিলোত্তমা কাণ্ডের শুনানি। ৯তারিখ আরজিকর ঘটনার একমাস পূর্ণ হচ্ছে। আমরা সেই ৯ তারিখ শুনানির কেন্দ্র করে ৮ তারিখ পথে নামছি। শাসকের ঘুম ভাঙাতে এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘নতুন গানের ভোর’। প্রিয় চরিত্র গুপী গাইন যেভাবে গান গেয়ে রাজার ঘুম ভাঙিয়ে ছিলেন। সেই ভাবেই শাসকের ঘুম ভাঙাতে শিল্পী ও গানের দলগুলিকে নিজ নিজ অঞ্চলে সঙ্ঘবদ্ধ হয়ে প্রতিবাদে অংশ নিতে আহ্বান জানান রিমঝিম।