Homeবিদেশের খবরনিউইয়র্কের টেক সিইও ফাহিম হত্যায় জড়িত সন্দেহে একজনকে পাকড়াও

নিউইয়র্কের টেক সিইও ফাহিম হত্যায় জড়িত সন্দেহে একজনকে পাকড়াও

Published on

খবর এইসময়, নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে বাংলাদেশি-আমেরিকান মিলিয়নিয়ার ফাহিম সালেহ হত্যায় জড়িত সন্দেহে একজনকে পাকড়াও করেছে পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্ক পুলিশের হাতে আটক ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি এখনো। এনওয়াইপিডি সূত্র জানিয়েছে, আটক ওই ব্যক্তিকে মনস্তাত্ত্বিক বিশ্লেষণের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বড় ধরনের কোনো ব্যবসায়িক লেনদেনের জের ধরেই ফাহিম সালেহকে হত্যা করা হয়েছে বলে আভাস পাওয়া গিয়েছে।

গত মঙ্গলবার নিউইয়র্কের ম্যানহাটনে নিজের অ্যাপার্টমেন্ট থেকে ফাহিমের খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করে পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই একজনকে শনাক্ত করার কথা জানা গিয়েছিল পরদিনই। নিউইয়র্ক পুলিশ বৃহস্পতিবার লোকটিকে আটক করার পর জিজ্ঞাসাবাদে তাঁর কথায় অসংগতি ধরা পড়ে বলে জানা যায়।

পুলিশের অপরাধ দমন শাখার এক কর্মকর্তার মতে,  এই ভাবে আটক করার ঘটনায় পেশাদার খুনিরা সাধারণত পাগলামোর অভিনয় করে থাকেন। বিচারের সময় আইনগত সুবিধা পাওয়ার জন্যই তাঁরা এ ধরনের আচরণ করে থাকেন। তিনি আরও জানান, স্বাভাবিক প্রটোকল অনুযায়ী আটক ব্যক্তিকে মনস্তত্ত্ববিদের কাছে নিয়ে যেতে হয়। এরপর জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর যোগসূত্রের বিষয়ে নিশ্চিত হয়ে গ্রেপ্তারের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এ প্রক্রিয়ায় কিছুটা সময় লাগতে পারে।

এনওয়াইপিডির হাতে আটক ব্যক্তি ফাহিমের পরিচিত ছিলেন। পুলিশের সূত্র ধরে নিউইয়র্কের ‘আই উইটনেস নিউজ চ্যানেল সেভেন’ জানিয়েছে, আটক ব্যক্তি ফাহিমের সঙ্গে কাজ করতেন। তাঁদের মধ্যে ব্যবসায়িক কোনো লেনদেন ভালো যায়নি বলেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি এখনো তদন্তাধীন বলে এর বেশি কিছু জানা যায়নি।তবে পুলিশের এক কর্মকর্তা বলেন, খুনি খুবই পেশাদার। যার জন্য পাগলের ভান করছেন। তাঁকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক ওই ব্যক্তির কাছ থেকে পুরো ঘটনার তথ্য বের করে আনার চেষ্টা করছে নিউইয়র্ক পুলিশ।

নিউ ইয়র্কের টেক সিইও ফাহিম সালেহ

ফাহিমের পরিবারের পক্ষ থেকে সাংবাদিকসহ সব মহলের প্রতি তাঁদের এই কঠিন সময়ে ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধা রাখার অনুরোধ জানানো হয়েছে। পারিবারিক বিবৃতিতে বলা হয়, ফাহিমের হত্যাকাণ্ড সম্পর্কে আসা সংবাদ শিরোনাম এখনো আমাদের অনুধাবনের বাইরে। ফাহিম সম্পর্কে যা বলা হচ্ছে, তিনি এর চেয়েও বেশি ছিলেন।

পুলিশ কর্মকর্তাদের ধারণা, ফাহিম সালেহকে খুন করা হয়েছে পরিকল্পিতভাবে। খুনি পেশাদার হলেও কাজটা ঠিকমতো শেষ করতে পারেননি। ফাহিমের সঙ্গে লিফটে ওঠা ব্যক্তিকে তাঁর অ্যাপার্টমেন্টেই ঢুকতে দেখা গেছে। অ্যাপার্টমেন্টের দরজা দিয়ে লিফটে করে নেমে আসার কোনো ভিডিও চিত্র পাওয়া যায়নি। কিছু বুঝে ওঠার আগেই ফাহিমের ওপর হামলা চালানো হয়েছে। এ জন্য ‘টেসার গান’ নামের চেতনালোপকারী বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করে শুরুতেই ফাহিমকে কাবু করে ফেলেন ঘাতক। তারপর কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অটোসপি রিপোর্টে দেখা গেছে। পরে ইলেকট্রিক করাত দিয়ে ফাহিমের দেহ টুকরা টুকরা করা হয়েছে। ব্লিচ দিয়ে রক্ত পরিষ্কার করা হয়েছে। শরীরের বিভিন্ন অংশ নির্মাণকাজে ব্যবহার করা ভারী প্লাস্টিকের ব্যাগে ঢোকানোর সময় লবি থেকে বা বাইরে থেকে কেউ ফাহিমের খোঁজ করতে আসেন। হত্যাকারী ফাহিমের মরদেহ টুকরা টুকরা করে ব্যাগে ভর্তি করে। এই ফাঁকে ধুয়েমুছে রক্ত পরিষ্কার করেন। ঘটনাস্থলে তেমন রক্ত পাওয়া যায়নি। কেউ আসছে বা দরজায় বেল দিচ্ছে, এমন ঘটনার পর হত্যাকারী সাত তলা অ্যাপার্টমেন্টের পেছনের সিঁড়ি দিয়ে নেমে যান। এ জন্য তাঁকে চাবি ব্যবহার করতে হয়েছে। ফলে ঘাতকের এ ধরনের আপৎকালীন এক্সিট পরিকল্পনা আগে থেকেই নেওয়া ছিল বলে মনে করা হচ্ছে।

Latest News

Fire breaks Out: কলকাতা মেডিক্যাল কলেজের বিজয়গড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড! ভয়ে বাড়ি ছেড়ে রাস্তায় প্রতিবেশীরা

কলকাতায় ফের অগ্নিকাণ্ডের (Fire Breaks out) ঘটনা। যাদবপুরের বিজয়গড়ে একটি গোডাউনে রবিবার রাতে অগ্নিকাণ্ডের...

UP’S Sambhal Clashes: সম্বলে তিনজনের মৃত্যুর পর ইন্টারনেট বন্ধ, কমিশনার কীভাবে পরিস্থিতি সামাল দিলেন?

রবিবার সম্বলের জামে মসজিদে সমীক্ষা চলাকালীন সহিংসতা (UP’S Sambhal Clashes) ছড়িয়ে পড়ে যাতে তিনজন...

UP’S Sambhal Clashes: ইউপির সম্বলে মসজিদ জরিপ নিয়ে সংঘর্ষে ৩ জন নিহত, ছোঁরা ইটে ঘায়েল পুলিশ

উত্তর প্রদেশের (UP'S Sambhal Clashes) সম্বলে একটি মুঘল আমলের মসজিদের জরিপকে কেন্দ্র করে সংঘর্ষের...

Bikash Mishra: কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন! এবার নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার বিকাশ মিশ্র

গোরু ও কয়লা পাচার কাণ্ডে সিবিআই ইতিমধ্যে তাঁকে (Bikash Mishra)গ্রেফতার করেছিল। তাঁর (Bikash Mishra)...

More like this

Fire breaks Out: কলকাতা মেডিক্যাল কলেজের বিজয়গড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড! ভয়ে বাড়ি ছেড়ে রাস্তায় প্রতিবেশীরা

কলকাতায় ফের অগ্নিকাণ্ডের (Fire Breaks out) ঘটনা। যাদবপুরের বিজয়গড়ে একটি গোডাউনে রবিবার রাতে অগ্নিকাণ্ডের...

Bikash Mishra: কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন! এবার নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার বিকাশ মিশ্র

গোরু ও কয়লা পাচার কাণ্ডে সিবিআই ইতিমধ্যে তাঁকে (Bikash Mishra)গ্রেফতার করেছিল। তাঁর (Bikash Mishra)...

Satabdi Roy: অনুব্রত মণ্ডলের ফিরে আসায় অনেকেই খুশি হননি! বিস্ফোরক তৃণমূল সাংসদ

গোরু পাচার মামলায় দুই বছর জেলে ছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। পুজোর ঠিক আগে...