আরজি কর ঘটনায় (RG Kar Doctor Death) চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। যার জেরে আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে আরও বড় প্রশ্ন দেখা দিয়েছে। এই বিষয়ে সিবিআইয়ের কাছে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। নারকীয় ঘটনার দিন কাকভোরে ফোন করা হয়েছিল আরজি কর হাসপাতালের অধ্যক্ষের জন্য বরাদ্দ গাড়ির চালককে ফোন করা হয়েছিল। ফোন করেছিলেন তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। অন্যদিকে, সন্দীপ ঘোষ সিবিআইয়ের কাছে দাবি করেছিলেন, তিনি সকাল ১০টার সময় ড্রাইভারকে ফোন করেছিলেন।
সিবিআই সূত্রে খবর, আরজি করের (RG Kar Doctor Death) প্রিন্সিপালের জন্য বরাদ্দ গাড়ির ড্রাইভারকে ফোন করা হয়েছিল ৯ আগাস্ট কাকভোরে। সেই ফোন এসেছিল তৎকালীন আরজি করের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের কাছ থেকে। সিবিআই ইতিমধ্যে ওই চালকের বয়ান রেকর্ড করেছে। ওই গাড়ির গতিবিধি তদন্ত করে দেখা হচ্ছে। যদিও সন্দীপ ঘোষ বলেছিলেন, তিনি তাঁর ড্রাইভারকে সকাল ১০টা নাগাদ ফোন করেছিলেন। সিবিআই সূত্রে জানা গিয়েছে, চালকের বক্তব্য প্রমাণিত হলে আরজি কর কাণ্ডে বড় মোড় আসতে চলেছে। যদিও সিবিআই অনেক আগেই দাবি করেছিল, একাধিক জনের বয়ানে অসঙ্গতি দেখতে পাওয়া গিয়েছে। যার প্রভাব তদন্তে পড়ছে।
অন্যদিকে, ক্যানিংয়ে সন্দীপ ঘোষের বাড়িতে রবিবারও তল্লাশি চালায় ইডি। ইডি সূত্রের খবর, একাধিক সংস্থা খুলে সরানো হয়েছে দুর্নীতির টাকা। প্রাথমিক পর্যায়ে ৮ থেকে ১০ টি সংস্থার হদিশ মিলেছে বলে খবর। এই সমস্ত সংস্থার অ্যাকাউন্ট ব্যবহার করেই টাকা সরেছে অন্যত্র। তদন্তে এমনই ইঙ্গিত মিলেছে।
অন্যদিকে, রাত পোহালেই সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডের শুনানি। তার আগেই ৮ তারিখে সারা রাজ্য জুড়ে আন্দোলনকারীদের ও জুনিয়র চিকিৎসকদের একাধিক কর্মসূচি রয়েছে। আন্দোলনরত চিকিৎসকরা রবিবার রাত দখলের ডাক দিয়েছেন। অন্যদিকে, আজকে বিশ্বের একাধিক জায়গায় স্থানীয় সময় পাঁচটার সময় মানববন্ধন করবেন প্রবাসীরা। এছাড়াও রাজ্যের মানুষ সারা দিন জুড়ে একাধিক কর্মসূচির ডাক দিয়েছেন।