আরজি কর কাণ্ডে (RG Kar Doctor death) একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। রাত পোহালেই সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডের শুনানি। তার আগেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে এসেছে। বার বার প্রশ্ন উঠছে, সেমিনার হল কি ক্রাইম সিন? নাকি নির্মম কাণ্ড অন্যত্র সংগঠিত হয়েছিল।
পাশাপাশি সিবিআইয়ের নজরে রয়েছে নজরে অর্থো ওয়ার্ডের ফ্লোর ম্যাপ। সেমিনার হলই ক্রাইম সিন (RG Kar Doctor death) কি না, সেই বিষয়ে নজরে রেখেও সিবিআই তদন্ত করছে। এই বিষয়টি মাথায় রেখে সিবিআই যে সমস্ত ফ্লোর ম্যাপ নিয়েছেন, সেগুলো হল, অর্থোপেডিক বিভাগ, চেস্ট মেডিসিনের ফ্লোর ম্যাপ। উল্লেখ্য, চেস্ট মেডিসিনের ফ্লোর ম্যাপের ক্ষেত্রে লিফট কমপ্লেক্স থেকে যে রাস্তা চলে যাচ্ছে, চেস্ট মেডিসিনের ওয়ার্ডের সামনে দিয়ে সেমিনার রুমের দিকে, সেই রাস্তাটি, সঙ্গে আরও যে তিনটি রাস্তা রয়েছে, সেগুলোও।
জানা গিয়েছে, আরজি করের (RG Kar Doctor death) সেভেনথ ফ্লোরে রয়েছে বিভিন্ন বিভাগের ওটি। কিন্তু সেই ওটিগুলো আগে থেকে পরিকল্পনা করে করা হয়। সেই কারণে বিকেল পাঁচটার পর সেই ওটিগুলো বন্ধ থাকে। সিবিআই আন্দাজ করছে, সেথনথ ফ্লোর ও বন্ধ লিফটের সঙ্গে ক্রাইমসিনের যোগাযোগ থাকতে পারে। সিবিআই তদন্তে জানার চেষ্টা করছে, ওটির রুমগুলো খোলা হয়েছিল কি না কিংবা বন্ধ লিফট সেদিন ব্যবহার করা হয়েছিল কি না। সেমিনার রুমের সঙ্গে যে যে জায়গার সংযোগ রয়েছে, সমস্ত জায়গা খুঁটিয়ে তদন্ত করা হচ্ছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।
অন্যদিকে, আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে চিকিৎসকরা রবিবার বিকাল তিনটে নাগাদ এনআরএস থেকে মিছিল শুরু করেন। বিশাল লম্বা মিছিলে চিকিৎসকরা সামনের সারিতে থাকলেও, এই মিছিলে যোগ দিয়েছেন সাধারণ মানুষ। এছাড়াও আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা রবিবার ফের রাত দখলের ডাক দিয়েছেন। পাশাপাশি আজকে কলকাতা সহ রাজ্যের প্রায় সমস্ত জেলার বিভিন্ন অংশে একাধিক কর্মসূচি রয়েছে।