সৌভিক সরকার,ব্যারাকপুর: বহুদিন ধরে চোখে ধুলো দিয়ে পালানোর পর অবশেষে পুলিশের জালে কুখ্যাত দুষ্কৃতী রাজা চৌধুরী। ধৃত ওই দুষ্কৃতীকে শ্যামনগর এলাকা থেকে গ্রেফতার করে নোয়াপাড়া থানার পুলিশ। সাম্প্রতিককালে নানান অভিযোগে পুলিশের কাছে ত্রাস হয়ে উঠেছিল ওই দুষ্কৃতী।
গঙ্গা তীরবর্তি অঞ্চল গুলি ধরে গারুলিয়া,ইছাপুর, নবাবগঞ্জ সহ বিভিন্ন এলাকা গুলিতে অসামাজিক কাজে লিপ্ত ছিল বলে রাজার নামে পুলিশের কাছে অভিযোগ আসতে থাকে। কুখ্যাত দুষ্কৃতী এই রাজা চৌধুরীর নামে অভিযোগ , বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের থেকে হুমকি দিয়ে টাকা তুলছিল। এবং এর থেকেও ভয়ানক সে টাকা ছিনতাই এবং ডাকাতিও করত। গোপন সূত্রে খবর পেয়ে রাজাকে আজ শ্যামনগরের একটি গোপন ডেরা থেকে একটি দেশি পিস্তল এবং দুই রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার করে নোয়াপাড়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজা ভোরবেলা এবং শেষ রাতের দিকে ছিনতাই এবং ডাকাতির ঘটনা গুলি ঘটাত। কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে বেশ কয়েকটি হাট বসায় সেখানে বিভিন্ন এলাকা থেকে সবজি ও মাছ ব্যবসায়ীরা ওই হাটে আসেন কেনাকাটা করতে। সেই সুযোগ নিয়েই ওই ব্যবসায়ীদের কাছ থেকে দিনের-পর-দিন টাকা ছিনতাই করছিল রাজা। অবশেষে পুলিশের হাতে রাজা ধরা পড়ায় কিছুটা হলেও স্বস্তি ফিরে পেল ব্যবসায়ী থেকে ওই সব এলাকার বাসিন্দারা। তবে দুষ্কৃতী রাজু চৌধুরীর ছিনতাই, তোলাবাজি ছাড়া কোনও খুনের সাথে যোগাযোগ আছে কিনা তার তদন্তে নেমেছে নোয়াপাড়া থানার পুলিশ।