নিজস্ব প্রতিনিধি, নদিয়াঃ নদিয়ার ভীমপুরে বিজেপি কর্মী বাপি ঘোষের হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার ভীমপুর থানা এলাকায় ১২ ঘন্টা বন্ধ পালিত হয়। পাশাপাশি খুনের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলার সদর শহর কৃষ্ণনগর, নবদ্বীপ সহ বিভিন্ন থানা এলাকায় পথ অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা। এই অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নদিয়া জেলার অন্যান্য বিজেপি নেতৃত্বদের সাথে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। ভীমপুরে দুষ্কৃতীদের হাতে নিহত বিজেপি কর্মী বাপি ঘোষের বাড়িতে যেতেই অর্জুন বাবু জানতে পারেন যে, তাঁর জগদ্দলের বাড়ি ‘মজদুর ভবনে ‘ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী তল্লাশি করতে এসেছে অথচ কোনও নির্দিষ্ট সার্চ ওয়ারেন্ট না নিয়ে। সেই প্রসঙ্গ টেনে নিয়ে অর্জুন বাবু আশঙ্কা প্রকাশ করে বলেন, আমরা বিজেপির নেতা- কর্মীরা যেভাবে মুখ্যমন্ত্রীর দুর্নীতির পর্দা ফাঁস করছি রাজ্যবাসীর কাছে তাতে করে উনি ভালভাবেই বুঝে গেছেন যে, তাঁর পায়ের নিচে মাটি সরে গেছে।
আপনারা জানেন যে , দিন চার পাঁচেক আগে সাংসদ কল্যান ব্যানারজি ওপেন স্টেজে মিডিয়ার সামনেই বলেছিলেন যে, অর্জুন সিংকে এনকাউন্টার করে দেওয়া উচিত। গত পরশুদিন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যতিপ্রিয় মল্লিক বলেছিলেন, অর্জুন সিং কে মজদুর ভবনের চার তলায় লোটকে দিতে হবে। এইসব জেনে শুনে আমাদের কৈলাসজী ঠিকই টুইট করেছেন।সত্যিই আমাকে মমতা ব্যানারজি আমাকে এবং আমার পরিবারের সকলকে এনকাউন্টার করে শেষ করে দেবে। উনি পুলিশকে সুপারি দিয়েছে আমাকে এনকাউন্টার করার জন্য।