গত শনিবার তাঁর বিরুদ্ধে নারীনিগ্রহের একাধিক অভিযোগের কারণে ডিরেক্টর্স গিল্ড তাঁকে অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করেছে। পুলিশ সূত্রের খবর, এ বার পরিচালক অরিন্দম শীলের(Arindam Sil) নামে বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের করা হল। ওই অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতেই এই এফআইআর। প্রসঙ্গত, বেশ কিছু দিন আগে পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে মহিলা কমিশনের কাছে প্রথম অভিযোগ জানান ওই অভিনেত্রী।
দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের হয়েছে পরিচালকের বিরুদ্ধে। ওই এলাকার একটি রিসর্টে শুটিং চলছিল বলে জানা গিয়েছে। সেখানেই ওই অভিনেত্রীকে যৌন হেনস্থার শিকার হতে হয়েছে বলে অভিযোগ। তাই নিকটবর্তী থানায় এফআইআর দায়ের করা হয়েছে। সম্প্রতি মহিলা কমিশনে অভিযোগ জানিয়েছিলেন ওই অভিনেত্রী। এরপর টলিউডের ডিরেক্টরস গিল্ডের তরফে অরিন্দম শীলকে সাসপেন্ড করা হয়েছে।
শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন পরিচালক। এদিন এফআইআর দায়ের হওয়ার কথা শুনে তিনি বলেন, “আইন আইনের পথে চলবে। তার জন্য যা করার করতে হবে। আমি বারবার একটাই কথা বলছি। একটা দৃশ্য অভিনয় করে দেখানোর সময়, আমার শিল্পী যদি অস্বস্তি অনুভব করে থাকেন, তাহলে তখন বলেননি কেন। তবে যদি অস্বস্তি বোধ করে থাকেন, তার জন্য আমি দুঃখিত। পুরো ঘটনাটা অনভিপ্রেত।”