ফের সাংসদ অর্জুন সিং এর বাড়িতে পুলিশি হানা ! ছেলে পবন সিং এর সাথে পুলিশের বাকবিতণ্ডা

সৌভিক সরকার, ব্যারাকপুরঃ  আবারও বিজেপির সাংসদ অর্জুন সিং এর বাড়িতে পুলিশের তল্লাসি। সঞ্জিব সিং নামে একজনের তল্লাসি করতে জগদ্দলের মেঘনা মোড়ে অর্জুন সিং এর বাড়ি ‘মজদুর ভবন’ এ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী হাজির হয় শুক্রবার সকালে। এদিকে সাংসদ অর্জুন সিং বাড়িতে ছিলেন না। তিনি গিয়েছিলেন নদিয়ায় দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হওয়া এক বিজেপি কর্মীর বাড়িতে।সেই সময় ছেলে তথা ভাটপাড়ার বিধায়ক পবন সিংও বাড়িতে না থাকায় পুলিশ এক রকম জোর করে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করলে পাহারায় থাকা সিআরপিএফ জওয়ানেরা পথ আটকায় পুলিশের।

খবর দেওয়া হয় বিধায়ক ছেলেকে। খবর পেয়ে তড়িঘড়ি বাড়িতে ছুটে আসেন পবন সিং। তিনি পুলিশের কাছে জানতে চান কি কারনে বাড়িতে তল্লাসি করতে এসেছেন? তারপর দু-এক কথায় পুলিশের সাথে তীব্র বাকবিতণ্ডায় জরিয়ে পরেন পবন সিং এবং বাড়িতে মোতায়েন সিআরপিএফ জওয়ানেরা। তারপর পুলিশের কাছে নির্দিষ্ট সার্চ ওয়ারেন্ট দেখতে চাইলে অভিযোগ, পুলিশ তা দেখাতে না পারায় এক রকম বাধ্য হয়েই পুলিশকে ফিরে যেতে হয়।