নিজস্ব প্রতিনিধি, নদিয়া: সন্ধ্যা নামলেই এলাকায় নেমে আসত অন্ধকার। তবে দু’একটি বিদ্যুৎ সংযোগ থাকলেও তা অনেকটা দূরত্ব রেখেই বসানো ছিল। অন্ধকারে ডুবে থাকত এলাকা। ফলে রাতের বেলায় ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়তে হত স্থানীয় গ্রামবাসী থেকে শুরু করে পড়ুয়াদের।
সেই সমস্যার কথা ভেবে নদিয়ার নবদ্বীপ ব্লকের স্বরুপগঞ্জ পঞ্চায়েতের ১৬৯, ১৭০ এবং ১৮৯ বুথের স্বরূপগঞ্জ, বাগানেপাড়া এলাকায় সোলার লাইট বসানো কাজ শেষ হল।স্বরুপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান সিরাজুল শেখ জানান, ২০১৯-২০২০ আর্থিক বর্ষে গঙ্গা অ্যাকশন প্ল্যানে এই সোলার লাইট লাগানো হল। দীর্ঘদিনের স্থানীয় গ্রামবাসীদের দাবি ছিল। সন্ধ্যা নামতেই ওই এলাকায় জুড়ে অন্ধকার ডুবে থাকত। তাই স্থানীয় গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল। ওই সব এলাকার রাস্তায় সোলার লাইটের। সেই দাবি মেনেই বসানো হল এই সোলার লাইট।